২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত।
অস্ট্রেলিয়া টানা আটটি ম্যাচ জিতেছে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২০:১৯
দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া
লাবুশেন এবং হেড মিলে শতরানের জুটি গড়ে ফেলেছেন। তাঁদের দাপটে ভারতের জয়ের আশা ক্রমশ কমছে। ভারতীয় বোলারেরা প্রতি ওভারে বাউন্ডারি দিচ্ছেন।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:৫৬
অর্ধশতরান হেডের
অর্ধশতরান করে ফেললেন হেড। অস্ট্রেলিয়ার ওপেনার এ বারের বিশ্বকাপে প্রথম দিকে খেলতে পারেননি চোটের কারণে। দলে ফিরেই শতরান করেছিলেন। ফাইনালেও গুরুত্বপূর্ণ অর্ধশতরান করলেন হেড।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:৫১
২০ ওভার শেষে
১০৪ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া। তিন উইকেট হারালেও লড়ছে তারা।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:১৩
১০ ওভার শেষে
ভারত ১০ ওভারে ৮০ রান তুলেছিল। অস্ট্রেলিয়া তুলল ৬০ রান। তিনটি উইকেট হারিয়েছে তারা।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:০২
আউট স্মিথ
তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এলবিডব্লিউ হলেন তিনি। রিভিউ নিলে বেঁচে যেতেন। কিন্তু স্মিথ রিভিউ নেননি।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৮
আউট মার্শ
বুমরার বলে আউট মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট হলেন তিনি।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৫
আউট ওয়ার্নার
শামি এসেই উইকেট তুলে নিলেন। তাঁর বলে ওয়ার্নার ক্যাচ দিলেন স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৪
প্রথম ওভারেই তিনটি চার
অস্ট্রেলিয়ার দুই ওপেনারই চার মারলেন প্রথম ওভারে। ১৫ রান তুলে ফেললেন তাঁরা।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬
ভারত তুলল ২৪০ রান
ভারত তুলল ২৪০ রান। ভারতের হয়ে দ্রুত রান তুলছিলেন রোহিত শর্মা। কিন্তু তিনি আউট হতেই ভারতীয় ব্যাটিংয়ের রানের গতি কমে যায়। বিরাট, রাহুলেরা রান করলেও প্রচুর বল খেললেন তাঁরা। সূর্যকুমার শেষ বেলায় বড় শট খেলতে পারেননি। ২৪০ রানেই আটকে গেল ভারত। বোলারদের উপর দায়িত্ব ভারতকে জেতানো।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:৪২
আউট সূর্যকুমার
২৮ বলে ১৮ রান করে আউট সূর্যকুমার। এ বারের বিশ্বকাপে সে ভাবে ফর্মে পাওয়া যায়নি তাঁকে। ফাইনালে খেলতে পারলেন না। তিনি বড় রান না করায় ভারতের রানও আটকে গেল।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:২৮
আউট বুমরা
এ বার ফিরলেন বুমরা। অস্ট্রেলিয়ার জাম্পার বলে আউট তিনি।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:২২
আউট শামি
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। শামি আউট হলেন ৬ রান করে।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:১৩
আউট রাহুল
৬৬ রান করে আউট হয়ে গেলেন রাহুল। ফাইনালে বড় রান তোলার ক্ষেত্রে ভরসা ছিলেন তিনি। কিন্তু স্টার্কের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন রাহুল।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:০৭
৪১ ওভার শেষে
২০০ রান তুলল ভারত।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:০৪
৪০ ওভার শেষে
১৯৭ রান তুলল ভারত। ক্রিজ়ে রাহুল এবং সূর্যকুমার।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৭:০৩
৭৬ বল পর বাউন্ডারি
রোহিত আউট হওয়ার পর থেকে মাত্র দু’টি চার হয়েছে। ২৬.২ ওভারের পর ৩৯ ওভারের শেষ বলে চার হল। মাঝের ৭৬ বলে কোনও বাউন্ডারি হয়নি। সূর্যকুমার বাউন্ডারি মারলেন। আগেরটি মেরেছিলেন রাহুল।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৬:৪৩
আউট জাডেজা
আউট হয়ে গেলেন জাডেজা। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। ২২ বলে ৯ রান করেছেন তিনি। পঞ্চম উইকেট হারিয়ে চাপে ভারত।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৬:৩৫
রাহুলের ৫০
বিরাটের পর অর্ধশতরান করলেন রাহুল। ৫৪ রান করে বিরাট আউট হয়ে গিয়েছিলেন। সেখান থেকে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাহুল।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৬:১৭
৩০ ওভার শেষে
চার উইকেট হারিয়েছে ভারত। ৩০ ওভারে ১৫২ রান উঠেছে। বিরাটের উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত। ক্রিজে রয়েছেন রাহুল এবং জাডেজা।
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৬:০৫
আউট বিরাট
৫৪ রান করে আউট হলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন তিনি। কামিন্সের বল এমন উচ্চতায় আসে যে ব্যাটে ঠিক মতো লাগাতে পারেননি বিরাট। সেই বল ব্যাটের কানায় লেগে উইকেট ভেঙে দিল। রাহুলের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েছিলেন বিরাট।