২০৩৬- এ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত, ঘোষণা মোদীর

২০৩৬ সালে অলিম্পিকের আয়োজন করতে চায় ভারত। মুম্বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ১৪১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, অলিম্পিক আয়োজনে ভারত কোনো খামতি রাখবে না। ১৪০ কোটি ভারতীয়ের কাছে এটি একটি পুরনো স্বপ্ন।

মোদী দাবি করেন, দেশ গত কয়েক বছরে ক্রীড়া মহাশক্তি গুলির মধ্যে অন্যতম হিসেবে আবির্ভূত হচ্ছে। ভারত কখনো অলিম্পিক গেমসের আয়োজন করেনি। শেষবার ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। আমরা যদি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সহযোগিতা এবং সমর্থন পাই তাহলে এই স্বপ্নটি বাস্তবায়ন করতে চাই। আমি নিশ্চিত যে ভারত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সমর্থন পাবে।

মোদী আরো বলেন, ভারত ২০২৯ সালের যুব অলিম্পিকের আয়োজনেও আগ্রহী। তিনি বলেন, খেলায় কেউ হারে না, কেউ জেতে না। সবাই কিছু না কিছু শেখে। গত কয়েক বছরে ভারতে খেলার আগ্রহ অনেকটাই বেড়েছে। ক্রীড়া ক্ষেত্রে যারা ভালো ফল করেছে তাদের সবাইকে শুভেচ্ছা।

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ভারতের পারফর্মেন্সের কথাও তুলে ধরেন মোদী। তিনি জানান, এবারের এশিয়ান গেমসে ১৩৭টি পদক পেয়েছে ভারত। এই প্রথম এশিয়ান গেমসে একশোর বেশি পদক জিতেছে দেশ। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত।

দ্রুত উদীয়মান অর্থনীতি এবং উন্নত পরিকাঠামোর কারণেই অলিম্পিক আয়োজন করতে চায় ভারত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ক্রীড়া ক্ষেত্রে বড় ইভেন্টগুলি ভারতের জন্য বিশ্বকে স্বাগত জানানোর একটি সুযোগ। তাই অলিম্পিকের আয়োজনে আগ্রহ দেখিয়েছে ভারত। এমনকি এখন থেকে তার জন্য প্রস্তুতিও শুরু করে দিতে চাইছে ভারত।

তবে পোল্যান্ডের রাষ্ট্রপতিও বলেছিলেন, তার দেশ ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনে আগ্রহী। অন্যদিকে ইন্দোনেশিয়া, মেক্সিকো এই আয়োজনের জন্য বিট করবে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.