ফের ডেঙ্গুতে মৃত্যু রাজ্যে। শুক্রবার রাতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে গৃহবধূর মৃত্যু হয়েছে। বনগাঁ পুরসভা এলাকায় এনিয়ে গত একমাসে চারজনের মৃত্য়ু হল। স্বাভাবিকভাবেই একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম সীমা বিশ্বাস (৪০)। বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বর্ধন বেড়িয়ার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় কয়েক দিন যাবৎ কলকাতার নার্সিংহোমের ভেন্টিলেশনে ছিলেন তিনি ৷ শুক্রবার সীমাদেবীর মৃত্যু হয়।
এর আগে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্য়ু হয়েছিল। তাঁরা হলেন বনগাঁ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত দাস, একই পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিভা হালদার এবং ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা সেন। প্রশান্ত দাসের স্ত্রী সুস্মিতা দাস জানিয়েছেন, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তাঁর স্বামী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রশাসন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা।
এনিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁরা সকলেই বাইরে থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বনগাঁ পুরসভার মধ্যে থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এমন কোনও খবর নেই। আমাদের স্বাস্থ্যবিভাগ তৎপরতার সাথে কাজ করছে।”