পশ্চিম মেদিনীপুর জেলা থেকে শুরু করে প্রায় সারা রাজ্যেই অনুষ্ঠিত হল বিজ্ঞানমঞ্চের পরীক্ষা।
ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মনস্ক ও প্রকৃত বিজ্ঞান শিক্ষার দিকে আগ্রহী করে তুলতে এই বিজ্ঞান মঞ্চের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন ছাত্র ছাত্রীদের মাঝে তো আগ্রহ ছিলই এই পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিল যথেষ্ট পরীক্ষানুরাগী। শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার পাশাপাশি প্রশ্ন বুঝতে সাহায্য করেন। এই পরীক্ষার আয়োজকরাও আশাবাদী ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মঞ্চের পরীক্ষা কিছুটা বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী চিন্তাধারার দিকে নিয়ে যাবে। কমবে কুসংস্কার চিন্তাধারা।
অপরদিকে অভিভাবকরাও একসঙ্গে শতাধিক উপস্থিত হয়ে পড়ায় ছিল গল্প গুজবের আমেজ। দীর্ঘ জমানো গল্প অভিভাবকদের মধ্যে শুরু হলে পরীক্ষা চলাকালীন বাইরে এক আলাদা আনন্দ চলে অভিভাবকদের ভিতর। একে অপরের পুজোর শাড়ি থেকে ছেলে মেয়ের পড়াশোনা, স্বাস্থ্যের খবরাখবর নিতে শুরু করেন। এই পরীক্ষা ঘিরে অভিভাবকদের মিলনের আনন্দও ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞান মঞ্চের এই পরীক্ষা আগামী দিনে ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলবে বলে আশা সকলের।