ফুটবলপাগল কলকাতা (Kolkata) ফের দেখতে চলেছে আরেক বিশ্বকাপ জয়ীকে। পেলে (Pele), মারাদোনার (Maradona) মতো কিংবদন্তিদের একাধিকবার পা পড়েছে এই শহরে। এমনকী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে লিওনেল মেসিও (Lionel Messi) প্রথম ম্যাচ খেলেছেন খোদ যুবভারতী ক্রীড়াঙ্গনেই! গত জুলাইয়ে মোহনবাগানের (Mohun Bagan) সৌজন্যে শহরে ঘুরে গিয়েছেন বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। এই শহরের সোনালী ফুটবল ইতিহাসে এবার জুড়তে চলেছে আরও একটি পাতা। এই প্রথম কলকাতায় পা রাখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো (Ronaldinho)। সর্বকালের অন্যতম সেরাদেরই একজন তিনি। ২০০২ সালে বিশ্বকাপ হাতে তোলা রোনাল্ডিনহো স্কিলের জাদুকর। আর কলকাতায় তিনি আসছেন একেবারে দুর্গাপুজোর (Durga Puja 2023) মধ্যেই! বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল হবেন তিনি। রোনাল্ডিনহো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন।
রোনাল্ডিনহো তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমি অক্টোবরের মাঝামাঝি সময়ে কলকাতায় আসছি। এই প্রথম এই শহরে পা রাখছি আমি। একাধিক দাতব্য কার্যকলাপে অংশ যেমন নেব, তেমনই আমি মার্লিন রাইজে R10 ফুটবল অ্যাকাডেমিতে কচিকাঁচাদের সঙ্গে কথা বলব। আমার কলকাতার আসার সাংস্কৃতিক দিকটাও আপনাদেরকে বলি। আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়ার পুজোয় থাকব। ডায়মন্ড হারবার এফসি-র মাঠে চ্যারিটি ফুটবল ম্য়াচও খেলব। সেখানে স্পনসরদের সঙ্গে কথোপকথনের সঙ্গেই রয়েছে একাধিক সংবর্ধনা অনুষ্ঠান। আমি জানি কলকাতায় প্রচুর ব্রাজিলের ফ্য়ান রয়েছে। তাঁদের সঙ্গে দেখা করার জন্য় আমি মুখিয়ে আছি। আমি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে, তাঁর হাতে জার্সি তুলে দেব। আমি জানি বাংলায় ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। দাদার কাছ থেকে শিখতে চাই বাংলা। সকল স্পনসরদের ধন্যবাদ জানাই। মার্লিন গোষ্ঠীর সাকেত মোহতার সঙ্গে জুটি বেঁধে আমার ফুটবল অ্য়াকাডেমি হয়েছে। তাঁকেও জানাই ধন্য়বাদ। অবশেষে অনেক ধন্য়বাদ শতদ্রুকে। তাঁর উদ্যেগেই আমি এই শহরে আসতে পারছি। দুর্গাপুজোয় এবার সাম্বা ম্য়াজিক। আমি তোমাদের ভালোবাসি।’ গত নভেম্বরে স্পোর্টস প্রমোটার শতদ্রুর সৌজন্যে কলকাতায় এসেছিলেন দু’বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কাফু। এবার ব্রাজিলের গর্ব রোনাল্ডিনহো।