তৃণমূলকে রাজনৈতিকভাবে উলঙ্গ করব! বাংলায় সবাই জানে তৃণমূল আসলে চোর এবার দিল্লিতে মুখোশ খুলে দেবো: সুকান্ত

তৃণমূলকে ওখানে গিয়ে রাজনৈতিক ভাবে উলঙ্গ করা হবে। দিল্লিতে গিয়েই চোরেদের মুখোশ খোলা হবে। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধর্না প্রসঙ্গে এইভাবেই হুংকার দিয়েছেন সুকান্ত মজুমদার।

২-৩ অক্টোবর নয়া দিল্লিতে আন্দোলন শুরু করছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার উদ্দেশ্যে এই ধর্নার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে পৌছতে ট্রেন না মেলায় পঞ্চাশটির বেশি বাসে করে ১০০ দিনের কাজের কর্মী ও তৃণমূল নেতা ও কর্মীদের দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। রবিবারই তারা পৌঁছে গেছে বলে দাবি করা হয়েছে। তৃণমূলের এই দিল্লিতে ধর্নার কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়েছে বিজেপিও।

পশ্চিমবঙ্গ থেকে চার কেন্দ্রীয় মন্ত্রিসহ কয়েকজন সাংসদকে নয়া দিল্লিতে তলব করা হয়েছে। রবিবার শিলিগুড়িতে স্বচ্ছ ভারত অভিযানে নেমেছিল বিজেপি। সেখানেই বালুরঘাটের বিজেপির সাংসদ তথা রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “আমাদের চারজন মন্ত্রী ও কয়েকজন সাংসদকে দিল্লিতে ডাকা হয়েছে, তাই আমরা যাচ্ছি। সেখানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করব। তাদের হাতে নানা তথ্য তুলে দেবো। তারপর তৃণমূলকে ওখানেই রাজনৈতিকভাবে উলঙ্গ করব। বাংলাতে সবাই জানে, তৃণমূল আসলে চোর এবার দিল্লিতে তাদের মুখোশ খুলে দেবো।

১০০ দিনের কাজের প্রায় ৫ হাজার কর্মীদের নিয়ে যেতে ট্রেনের আবেদন জানিয়েছিল তৃণমূল। কিন্তু রেল সেই আর্জি খারিজ করে দেয়। এরপর সড়ক পথে ৫০ টি বাসে করে দিল্লি রওনা দেয় তৃণমূল কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ট্রেন আটকে আমাদের রুখে দেওয়া যাবে না। এ প্রেক্ষিতে সুকান্ত বলেন, “তৃণমূলের দুই বড় নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে চার্টার্ড বিমান আছে। সেটা সরকারি টাকায় ভাড়া দেওয়া হয়। তাতে করেই তো সবাইকে নিয়ে যাওয়া যেত। কেন গেলেন না?”

তৃণমূল নেতৃত্ব বলেছেন, বাংলার মানুষের গায়ে একটা আঁচড় লাগলে ইটের বদলে পাথরে জবাব দেওয়া হবে। এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আমরাও ওভাবেই জবাব দেবো। ইটের বদলে পাথর দিয়ে। রাজ্য সরকার ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলো কেন? তারা ঠিক মতো হিসেব দিচ্ছে না বলে। আমরাও বলতে চাই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারও ঠিকমতো হিসেব দিচ্ছে না। তাই নয়া দিল্লি টাকা দেওয়া বন্ধ করেছে। এবার সেখানে গিয়ে আরো তথ্য তুলে ধরবো। বাংলাতে উলঙ্গ আছেই। এবার দিল্লিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে উলঙ্গ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.