ট্রেন বাতিল হবার পর দলীয় কর্মীদের জন্য ভলবো বাসের বন্দোবস্ত করেছিল তৃণমূল কংগ্রেস। সেই বাসে চড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের কর্মীরা। কিন্তু জানা যাচ্ছে দিল্লিগামী বাসগুলির মধ্যে একটি বাস সকালে দুর্ঘটনা কবলে পড়েছে। ঝাড়খণ্ডের কোদারমার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। দুর্ঘটনার খবর সামনে আসতেই কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, তৃণমূলের নেতারা নিজেরা বিলাসবহুল বিমানে চড়ে দিল্লি পাড়ি দিচ্ছেন। আর সাধারণ কর্মী, সাধারণ মানুষকে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।
নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত দুর্ঘটনাগ্রস্থ কর্মীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, যে কোনো দরকারে তারা যেন নির্দ্বিধায় তার সাথে যোগাযোগ করেন। সুকান্ত লিখেছেন, “একটা ভলভো বাস কোদারমায় পথ দুর্ঘটনার কবলে পড়েছে। তার জেরে বহু নাগরিক জখম হয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেতারা বিলাসবহুল বিমান উপভোগ করছেন আর নিষ্পাপ মানুষজনকে জীবনের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কবলে পড়া মানুষের কোনো পরিষেবার দরকার হলে নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করে সুকান্ত বলেছেন, সাধারণ মানুষকে বলি দেওয়ার চেষ্টা চলছে, ঘটনাটা ঝাড়খণ্ডে ঘটেছে তাও ভাগ্য ভালো। আমাদের রাজ্যে হলে আমাদের উপরে দোষ দিত। আমার সন্দেহ আছে ওরা গুন্ডা ভাড়া করে দিল্লি বা উত্তরপ্রদেশে হামলা করাবে তার দায় বিজেপির ওপর চাপাবে।
দিল্লি যাত্রার সময় ঝাড়খণ্ডের কোদারমায় এটি বড় মাটির ঢিবিতে ধাক্কা মারে বাসটি। বাসের সামনের নিচের অংশ ভেঙ্গে দুমড়ে যায়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হন তাদের উদ্ধার করে পুরুলিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।