ICC ODI World Cup 2023: শুধুই হতাশা! বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ

 বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করার আগে অস্ট্রেলিয়ার (Australia) কাছে শেষ একদিনের ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া (Team India)। অন্যদিকে গুয়াহাটিতে পা রাখার জন্য ৩৮ ঘন্টার বিমানযাত্রার ধকল সহ্য করেছিল ইংল্যান্ড (England)। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) ও জস বাটলার (Jos Buttler), দুই অধিনায়কই মাঠে নেমে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলেন। তবে বৃষ্টি দুই হেভিওয়েট দলের সব পরিকল্পনা ভেস্তে দিল। আগামী ৩ অক্টোবর বিরাট কোহলি (Virat Kohli)-শুভমান গিলরা (Shubman Gill) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হবে তিরুঅনন্তপুরমে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে ম্যাচ যে সময় শুরু হওয়ার কথা হয়েছিল, তার ঠিক ১০ মিনিট আগে বৃষ্টি নামে। রীতিমতো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামে। খেলা দেখতে মাঠে এসেছিলেন বেশ কিছু দর্শক। তাঁদের হতাশ হয়েই ফিরতে হল।

এবারের বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালে উঠতে মোট ন’টি ম্যাচ খেলতে হবে সব দলকে। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.