ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে চারটি রিভলবার, আটটি ম্যাগাজিন সহ ৫০টি কার্তুজ উদ্ধার করল বিএসএফ। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মধুপুর গ্রামে ভারত- বাংলাদেশ সীমান্তের অধীনে ৬৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা উদ্ধার করে। বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়।
বিএসএফ সূত্রের খবর, এদিন রাত তিনটে নাগাদ সীমান্তের নজরদারি নাইট ক্যামেরায় জওয়ানরা বাংলাদেশের দিক থেকে তিনজনকে আসতে দেখেন এবং ভারতীয় দিক থেকে এক যুবককে দুটি ব্যাগ হাতে আসতে দেখেন। জওয়ানরা তাদের হুঁশিয়ার করে এবং চোরাকারবারীদের থামানোর চেষ্টা করে। কিন্তু চোরাকারবারীরা সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকে। তখন জওয়ানরাগুলি চালায়। গুলির শব্দে চোরাকারবারীরা ঘন ঝোপের দিকে পালিয়ে যায়। তারপর জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় এবং একটি ব্যাগ উদ্ধার করে। যাতে চারটি ইউএসএ’তে তৈরি পিস্তল, আটটি ম্যাগাজিন এবং ৫০টি কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র শনিবার বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রী এ কে আরিয়া, ডিআইজি জনসংযোগ আধিকারিক, বি.এস.এফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সৈন্যদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে বিএসএফের গোয়েন্দা বিভাগ কাজ করছে। তিনি আরও বলেন, কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণেই এ ধরনের চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে।