ঝড়ের আশঙ্কা, হবে বৃষ্টি! পুজোও কি ভাসবে? জেনে নিন আগামী ক’দিনের আবহাওয়ার লেটেস্ট আপডেট…

বিশেষত উপকূল এলাকায় আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। (তথ্য: অয়ন ঘোষাল)

  

2/7

কলকাতায় ভারী বৃষ্টি

হাওড়া হুগলি কলকাতায় হবে ভারী বৃষ্টি। আজ, শনিবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। (তথ্য: অয়ন ঘোষাল)

3/7

ঝড়ের হাওয়া

আজ শনিবার ও আগামী কাল রবিবার সমুদ্র উপকূলবর্তী এলাকায় ৫০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। (তথ্য: অয়ন ঘোষাল)

  

4/7

উত্তাল

২ অক্টোবর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। (তথ্য: অয়ন ঘোষাল)

  

5/7

জল-ছবি

উপকূল এলাকায় ২ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমবে, কারণ তখন সিস্টেমটি স্থলভাগের অনেকটা ভিতরের দিকে চলে আসবে। (তথ্য: অয়ন ঘোষাল)

  

6/7

উপকূলে উদ্বেগ

৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টি, ৫ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। (তথ্য: অয়ন ঘোষাল)

7/7

বৃষ্টির ঘাটতি

এত বৃষ্টি হলেও বাংলায় রয়েছে বৃষ্টির ঘাটতিও। দক্ষিণবঙ্গে যেমন, বৃষ্টির ঘাটতি ২২ শতাংশ। কলকাতায় বৃষ্টির ঘাটতি ১৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.