ক্রেডিট কার্ডের সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ওড়িশার পুলিশ। রবিবার গভীর রাতে বনগাঁ থানার সহযোগিতায় উত্তর ২৪ পরগনার বনগাঁ পেয়াদাপাড়া এলাকার তাঁর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শঙ্কর সরকার।
পুলিশ সূত্রের খবর, প্রতারক শঙ্কর সরকার দীর্ঘ আট মাস ধরে ওড়িশা এলাকায় থেকে একটি দল তৈরি করেন। এরপর তাদের কাজে লাগিয়ে বিভিন্ন গ্রাহকদের ফোন করে ক্রেডিট কার্ডের সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে প্রায় ৬০ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ওড়িশা পুলিশ কটক থেকে একজনকে গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে জেরা করে বনগাঁর বাসিন্দা শঙ্কর সরকারের নাম জানতে পারে। রবিবার রাতে বনগাঁ থানা ও ওড়িশার পুলিশ যৌথ উদ্যোগে তাকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ওড়িশায় নিয়ে যাওয়ার অনুমতি দেয়।
সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছে, লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে অভিযুক্ত শঙ্কর সরকার বনগাঁয় তাঁর নিজের বাড়িতে গাঁ ঢাকা দিয়েছিল। তার ব্যাঙ্কেও প্রচুর টাকা পাওয়া গিয়েছে। ওড়িশা ও বনগাঁ থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে ওড়িশায় নিয়ে যাওয়ার অনুমতি দেয়।