সরাসরি: জোড়া শতরান, রাহুলের পর কোহলিরও, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রান ভারতের

রবিবার ভারতের ইনিংসের ২৪.১ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়। সেই ম্যাচ আর শুরু করা যায়নি। রোহিত শর্মারা করেছেন ২ উইকেটে ১৪৭। উইকেটে রয়েছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। এর পর থেকে খেলা শুরু হওয়ার কথা সোমবার।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৭ key status

রানের পাহাড়ে ভারত

২ উইকেটে ৩৫৬ রান তুলল ভারত। কোহলি ১২২ এবং রাহুল ১১১ রানে অপরাজিত থাকলেন।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ key status

কোহলির শতরান

এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান করলেন কোহলি। পাশাপাশি দ্রুততম ১৩ হাজার রানের মালিকও হলেন।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৪ key status

শতরান রাহুলের

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই শতরান করলেন রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান এল ১০০ বলেই।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৪ key status

৪৫ ওভারে ভারত ৩০০/২

উইকেটে রয়েছেন কোহলি (৮৩) এবং রাহুল (৯৫)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫০ key status

৪০ ওভারে ভারত ২৫১/২

উইকেটে রয়েছেন কোহলি (৫৭) এবং রাহুল (৭২)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৩ key status

কোহলির ৫০

৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন কোহলি।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৭ key status

৩৬ ওভারে ভারত ২২৫/২

উইকেটে রয়েছেন কোহলি (৪০) এবং রাহুল (৬৩)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ key status

৩৪ ওভারে ভারত ২১১/২

উইকেটে রয়েছেন কোহলি (৩৮) এবং রাহুল (৫১)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২১ key status

রাহুলের ৫০

চোট সারিয়ে মাঠে ফিরেই অর্ধ শতরান রাহুলের। ৬০ বলে ৫০ রান পূর্ণ করলেন।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩ key status

৩২ ওভারে ভারত ১৯৩/২

উইকেটে রয়েছেন কোহলি (২৮) এবং রাহুল (৪৩)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৫ key status

৩০ ওভারে ভারত ১৭৫/২

উইকেটে রয়েছেন কোহলি (২২) এবং রাহুল (৩১)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫১ key status

২৭ ওভারে ভারত ১৫৫/২

উইকেটে রয়েছেন কোহলি (১২) এবং রাহুল (২১)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৪ key status

২৫ ওভারে ভারত ১৫০/২

উইকেটে রয়েছেন কোহলি (৯) এবং রাহুল (১৯)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪০ key status

শুরু হল খেলা

২৪.২ ওভার থেকে শুরু হল ভারতের ইনিংস। উইকেটে কোহলি(৮) এবং রাহুল (১৭)।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৩ key status

৪.৪০ থেকে শুরু হবে ম্য়াচ

পুরো ৫০ ওভারই খেলা হবে।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩ key status

মাঠ পরিদর্শন করবেন আম্পায়ারেরা

৪.২০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়ারেরা। তার পর জানাবেন কখন শুরু হবে খেলা।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭ key status

এখনও ঢাকা মাঠ

আকাশ মেঘলা হলেও বৃষ্টি থেমেছে কলম্বোয়। মাঠ এখনও ঢাকা রয়েছে।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১১ key status

খেলা শুরুর শেষ সময়

অন্তত ২০ ওভারের ম্যাচ হতে হলেও খেলা শুরু করতে হবে রাত ১০.৩৬টার মধ্যে।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৭ key status

কলম্বোয় বৃষ্টি

রিজার্ভ দিনের দুপুর ৩টের সময় শুরু করা গেল না ভারত-পাকিস্তান ম্য়াচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.