নদিয়া, শান্তিপুর এবং হুগলির গুপ্তিপাড়ার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। এই নদীর দুই পাড়ে দুই জেলার অসংখ্য মানুষ ও যানবাহন পারাপার করে এই পথে। সম্প্রতি পরিবহন দপ্তরের থেকে এই সংক্রান্ত অনুমোদন এসে পৌঁছায় শান্তিপুর পৌরসভার কাছে।
জানা যায়, এই ফেরি ঘাটে যান চলাচলের জন্য রয়েছে দুটি ভেসেল ও দুটি যাত্রী পারাপারের বোট। প্রতিদিন এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করেন। বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচামাল জাতীয় সামগ্রী নিয়ে পারাপার করেন ব্যবসায়ীরা। পাশাপাশি শান্তিপুরে রয়েছে তাঁত কাপড়ের হাট, যার ফলে অনেক তাঁত ব্যবসায়ীরা ওপার থেকে এপারে আসেন কেউবা কাপড় কিনতে, আবার কেউবা কাপড় নিয়ে হাটে যায়। নদিয়ার এক বড় অংশের মানুষ তো বটেই এমনকি পাশের মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলার অনেকেই কলকাতায় যাতায়াতের জন্য এই ফেরিঘাট ব্যবহার করেন।
অনেকদিন ধরেই বহু মানুষের দাবি ছিল, এই ফেরিঘাটে ২৪ ঘন্টা পারাপারের সুব্যবস্থা চালু করার। মূলত সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেরি চলাচল করে শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে। ২৪ ঘন্টা ফেরি পারাপার চালু থাকলে সুবিধা হবে রোগীদের আনা নেওয়ার ক্ষেত্রেও, সে কথা মাথায় রেখেই শান্তিপুর পৌরসভার তরফে সম্প্রতি পরিবহন দপ্তরের কাছে ফেরি চলাচলের সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের অনুমোদন এসে পৌঁছায়। অনুমোদন মিলতেই গতকাল রাত থেকেই গুপ্তিপাড়া ঘাটে চালু হল ২৪ ঘন্টা ঘাট পারাপার।