দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখায় অস্বাভাবিকভাবে দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদ করলো যাত্রীরা। টাইম টেবিল অনুসারে নিয়মিত ট্রেন চলানোর দাবিতে আজ নিত্যযাত্রীরা ভোগপুর স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে রেল অবরোধ করে।
পূর্ব মেদিনীপুর জেলা পরিবহন যাত্রী কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, প্রায় তিন মাস ধরে এই শাখায় অস্বাভাবিকভাবে দেরিতে ট্রেন চলছে। ফলস্বরূপ নিত্যযাত্রী সহ সর্বস্তরের জনসাধারণ সময়মত কর্মস্থলে পৌঁছাতে না পেরে নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। সে কারণেই নিত্যযাত্রীরা আজ রেল অবরোধে সামিল হয়েছেন। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন নারায়ণবাবু।