রাজ্যে পঞ্চায়েতের ভোটগ্রহণ পর্ব শুরু। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে থাকবে অন্তত অন্তত চারজন করে জওয়ান। বুথগুলিতে একজন করে জওয়ান রাখার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। অন্ততপক্ষে হাফ সেকশন বাহিনী রাখার প্রস্তাব দিয়েছিল তাঁরা। সেই প্রস্তাব মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন।
তবে ভোট শুরু হতেই জেলায় জেলায় অশান্তি শুরু। অন্যদিকে, ভোটের আগের রাতেই খুন হয় দিনহাটায়। বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মৃত্যু শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। বাকি বুথগুলিতে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
8 July 2023, 09:45 AM
বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর নির্বাচনী এজেন্ট তথা বিধায়ক বিশ্বনাথ কারকের সঙ্গে গোঘাট থানার ওসি শৈলেন্দ্র উপাধ্যায়ের তীব্র বচসা। এই ঘটনাকে ঘিরে গোঘাটের শাওড়ায় তীব্র উত্তেজনা। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের দাবি, তিনি দলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর এজেন্ট। তা সত্ত্বেও তাঁকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ওসির দাবি, বিধায়ক নিজেই নির্বাচনী আইন মানছেন না। অন্যদিকে বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে আইন না মানার অভিযোগ তুলে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রার্থীসহ তৃণমূল নেতা-কর্মীরা। তাদের অভিযোগ সেক্টর সাহেব বিজেপির দালাল হিসেবে কাজ করছে।
8 July 2023, 09:45 AM
দক্ষিণ ২৪ পরগনার জিরানগাছায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু।
8 July 2023, 09:45 AM
আমডাঙ্গার প্রভাকরকাটিতে বুথের ভিতরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। বুথের ভিতরেই আহত পোলিং অফিসার। ছড়িয়ে ছিটিয়ে পরে ব্যালট বক্স।
8 July 2023, 09:45 AM
কানহাইয়া-করিম বিবাদের জেরে সংঘর্ষ ইসলামপুরে। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। অভিযোগ করিমের অনুগামীদের বিরুদ্ধে।
ভরতপুরে বাহিনীর দাবিতে বিক্ষোভ। পুলিসের সঙ্গে সংঘর্ষ ভোটারদের। বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র এলাকা।
8 July 2023, 09:30 AM
মহিলা আইএসএফ প্রার্থীর বাড়িতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
8 July 2023, 09:30 AM
কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বয়কট নন্দীগ্রামে। হাতে বিষ নিয়ে বিক্ষোভ। নন্দীগ্রামের তারাচন্দ্রপুরে বাহিনীর পা ধরে অনুনয়
8 July 2023, 09:15 AM
8 July 2023, 09:15 AM
ফলিমাড়ির ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের।
8 July 2023, 09:00 AM
বিলকান্দায় বাহিনী ও পুলিসের সামনে ‘ছাপ্পা’ ভোটের অভিযোগ।
8 July 2023, 08:45 AM
নন্দিগ্রাম ১ নম্বর ব্লকে উত্তেজনা। ভোট দিতে পারলেন না তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপি-র বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ।
8 July 2023, 08:45 AM
বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল নেতার ছেলে। বোমাবাজিতে তার চোখে মারাত্মক ভাবে আঘাত লাগে। আশংকাজনক অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকা উত্তপ্ত বলে জানা গিয়েছে। আক্রান্তের নাম জামির হোসেন।তার বাবা সোহরাব হোসেন বিদায়ী প্রধান। তৃণমুল নেতা স্বপন নন্দীর অভিযোগ, ‘এখানে নির্দলের লোকজন তান্ডব করছে। ওরাই বোমাবাজি করছে। গুলি করছে। তাতেই আমাদের এক নেতার ছেলে জখম হয়েছেন’।
8 July 2023, 08:30 AM
উপচে পড়া ফোনে বেসামাল কন্ট্রোল রুমের আধিকারিকরা। নির্বাচন কমিশনের দফতরে এখনও নেই রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহা
8 July 2023, 08:30 AM
ভোটের সকালে ট্যুইট করে সিপিআইএম এবং বিজেপি একসঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ট্যুইট করে তিনি জানিয়েছেন এই দুই দল একযোগে আক্রমণ চালাচ্ছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তিনি লিখেছেন, ‘রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে আমাদের দলের তিনজন কর্মী খুন এবং ডোমকোলে দুজন গুরুতর আহত হয়েছেন’।
8 July 2023, 08:30 AM
ভোটের আগের দিন রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল সবং। এবার তৃণমূলের দুই কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার তিন নম্বর দাঁদরা অঞ্চলের খেলনা দক্ষিণ বুথ এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বপন মন্ডল ও মানস গায়েন নামে দুই তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে দলীয় কাজ সেরে ওই দুই তৃণমূল কর্মী বাড়ি ফিরছিলেন সেই সময় বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতি মিছিল করে হাতের রড, লাঠি নিয়ে এসে ওই দুই তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সবং থানার বিশাল পুলিস বাহিনী। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস আধিকারিকরা।
8 July 2023, 08:30 AM
আরামবাগের আড়ান্ডি ১ নম্বর অঞ্চলের সাতমাসায় গুলি। গুলি পায়ে লেগে বেড়িয়ে যায়। আক্রান্ত যুবক কায়েমউদ্দিন মল্লিক। নির্দলের কর্মী। এজেন্টকে নিয়ে যাওয়ার সময়ে বাধা পায়। বাধা দেয় শাসক দল এমনটাই অভিযোগ। তখনই গুলি করার অভিযোগ ওঠে। গুলি লাগে পায়ে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ওই ব্যক্তিকে দক্ষিন নারায়ণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। গুলি ভিতরে আছে কিনা বোঝা যাচ্ছে না। তাকে আরামবাগে নিয়ে যাওয়া হচ্ছে।
8 July 2023, 08:15 AM
মালদার মানিকচকে সংঘর্ষে নিহত এক তৃণমূলকর্মী
8 July 2023, 08:15 AM
কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারীতে বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ।
8 July 2023, 08:15 AM
আরামবাগের আড়ান্ডি ১ নং অঞ্চলের সাতমাসায় গুলি। গুলি লাগে পায়ে। পায়ে লেগে বেড়িয়ে যায়। আক্রান্ত যুবক কায়েমউদ্দিন মল্লিক। নির্দলের কর্মী। এজেন্টকে নিয়ে যাওয়ার সময়ে বাধা। বাধা শাসক দলের। তখনই গুলি করার অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের। তাকে দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
8 July 2023, 08:15 AM
মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুরে ফের বোমাবাজি। ভোটের বলি বাবর আলি নামে এক তৃণমূল কর্মী। কাঠগড়ায় কংগ্রেস।
8 July 2023, 08:00 AM
মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। অন্যদিকে, ডোমকলে সাত সকালেই চলল গুলি। আহত ২ তৃণমূলকর্মী। অভিযোগের তীর কংগ্রেসের দিকে।
8 July 2023, 08:00 AM
ব্যাপক উত্তেজনা ব্যারাকপুরের পানপুর কেউটিয়া পঞ্চায়েতের ৩০ নং এবং ৩১ নং বুথে। বুথে CCTV নেই! সেন্ট্রাল ফোরস নেই! ক্ষোভে ফেটে পড়লো গ্রামবাসীরা। নিজেরাই বুথের বাইরে বের করেদিলো পাহাড়াদার পুলিসদের।পুলিসের আইডেন্টিটি কাড’ ভেঙে দিল ক্ষুব্ধ জনতা।
8 July 2023, 08:00 AM
ভাঙর ব্লক ২-এর চকমরিচায় আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। অস্বীকার তৃণমূলের। এলাকার উত্তপ্ত। ঘটনা স্থলে পুলিস আহতকে চিকিৎসার জন্য জিরানগাছায় নিয়ে যাওয়া হয়েছে।
8 July 2023, 08:00 AM
নজিরবিহীনভাবে আজ ভোটের দিন বিভিন্ন পোলিং স্টেশনে ঘুরবেন রাজ্যপাল। নদীয়া ব্যারাকপুর-সহ একাধিক জায়গার পোলিং স্টেশনে তাঁর যাওয়ার কর্মসূচি রয়েছে। গত কয়েকদিন ধরেই র্শিদাবাদ, ভাঙর কিংবা দিনহাটায়-বিভিন্ন এলাকা যেখান থেকে হিংসার অভিযোগ এসেছে গিয়েছেন তিনি। আজ ভোটের দিনও তিনি নিজে রাস্তায় নামছেন পরিদর্শনের জন্য।