তীব্র দাবদহ। তারমধ্যে ভরদুপুরে আচমকা ঘূর্নি ঝড়ের তান্ডব। আর তার প্রভাব পড়ল কাঁকসার বনকাটি অঞ্চলে।
বুধবার দুপুর দুটো নাগাদ আচমকা ঝড় ওঠে অজয় নদী তীরবর্তী বনকাটি, কোটালপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, “এদিন দুপুর নাগাদ আচমকা একপশলা বৃষ্টির সঙ্গে ঝড় ওঠে। মুহূর্তে সব যেন লন্ডভন্ড হয়ে যায়। গ্রামের কয়েকটি মাটির বাড়ির ছাউনি কিছুটা উড়ে যায়।” গ্রামের শেষ মাথায় ছিল একটি পোল্ট্রি ফার্ম। ঝড়ের তান্ডবে সেখানের পোল্ট্রি ফার্ম পড়ে যায়।
পোল্ট্রি ব্যবসায়ী স্বপন কুমার সিং জানান, “ধার দেনা করে পোল্ট্রি ফার্ম করেছিলাম। তার ওপরই সংসার চলে। লকডাউনে লোকসান হয়েছে। তারপর ঘুরে দাঁড়াতে লোন নিয়ে আবারও নতুন করে শুরু করা হয়েছিল। দুটো পোল্ট্রিতে ২ হাজার করে ৪ হাজার মুরগি রেখেছিলাম। দেড় থেকে দু কেজি ওজনের এক একটা মুরগি ছিল। এদিন আচমকা ঝড়ে একটা পোল্ট্রি ভেঙ্গে পড়ে। ঝড় থামতেই মুরগি উদ্ধার শুরু করি। তার মধ্যেও প্রায় দু’শোর মত মুরগি মারা গেছে। প্রচুর লোকসান হল। দুশ্চিন্তায় পড়েছি কিভাবে লোন শোধ করব।”
বনকাটির বাসিন্দা বুদ্ধদেব রায় জানান, “বৃষ্টির সঙ্গে আচমকা ঝড় উঠল। কয়েক মিনিটের ঝড়ে বাড়ির পাশে একটি তেঁতুল গাছ ছিল, সেটা ভেঙ্গে পড়ল।”