হাওড়া-পুরী এবং হাওড়া-এনজেপির পর আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেল রাজ্য। এবার নিউ জলপাইগুড়ি থেকে সেমি হাইস্পিড এই ট্রেনটি ছুটবে গুয়াহাটির উদ্দেশে। রবিবার ভোরে রাজ্যের তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হল।
এনজেপি স্টেশন থেকে গুয়াহাটি পৌঁছতে বন্দে ভারত সময় নিয়েছে ৫ ঘণ্টা ৪৪ মিনিট। রাজধানীর চেয়ে প্রায় এক ঘণ্টা কম সময়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। রবিবার সকাল ৬টা ১০মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে যাত্রা শুরু করে উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Bharat)। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। এটি দেশের ১৭তম বন্দে ভারত।
জানা গিয়েছে, শুধুমাত্র ট্রায়াল রান অর্থাত্ পরীক্ষামূলক ভাবে এই রুটে বন্দে ভারত চালানো হল। ঘণ্টায় ১৩০কিমি বেগে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন। কবে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী পরিষেবা শুরু করবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি রেল কর্তৃপক্ষ। তবে মনে করা হচ্ছে ২৪ মে প্রথম যাত্রী পরিষেবা দেবে এই ট্রেন। ট্রায়াল রান শেষে রেলের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বলেন, “সপ্তাহে ৬ দিন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাবে এই এক্সপ্রেস। ৬ ঘণ্টায় ৪১০ কিলোমিটার অতিক্রম করবে।” শোনা যাচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং অসমের কয়েকটি স্টেশনে স্টপেজের জন্য স্থানীয় সাংসদরা জোরালো দাবি করেছেন রেলমন্ত্রীর কাছে। তবে স্টপেজের বিষয়টি এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। পাশাপাশি ট্রেনের ভাড়া নিয়েও এখনও কোনও তথ্য দেওয়া হয়নি রেলের তরফে।
প্রসঙ্গত, গত শনিবারই দেশের ১৬তম ও রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। হাওড়া থেকে জগন্নাথ ধাম পুরীতে পৌঁছে যাওয়া যাচ্ছে এই এক্সপ্রেস। যদিও যাত্রা শুরুর দ্বিতীয় দিন, রবিবার প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিকল হয়ে পড়েছিল এর ইঞ্জিন। যার ফলে আজ, সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছিলেন, চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রতিটি রাজ্যে বন্দে ভারত চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।