দ্বিতীয় পর্যায়ে বাঁকুড়া জেলায় তৃণমূল সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচির নিরাপত্তার কারণে নিয়োজিত পুলিশ কর্মীদের থাকার কারণে বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষা স্থগিত রাখাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে।
আজ ও কাল ২২/২৩মে পরীক্ষার দিন নির্ধারিত হয়। কিন্তু সিবিআইয়ের তলবে মাঝপথে কর্মসূচি স্থগিত রেখে সোনামুখী থেকে কলকাতা রওনা দেন। সেদিনই তিনি ঘোষণা করেন, সোমবার ২২তারিখে ফের এই স্থান থেকেই যাত্রা শুরু করবেন। সেই সূচি অনুযায়ী আজ ২২ তারিখে ইন্দাসে রোড শো করে পরে জয়পুরে রোড শো, তারপর বিষ্ণুপুরে রাত্রিবাস। অভিষেকের নিরাপত্তায় থাকা পুলিশের থাকার ব্যবস্থা করা হয় রামানন্দ কলেজে। আর তার জেরেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত।
এই ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘোড়ুই সংবাদ মাধ্যমে জানান, পুলিশের থাকার কারণেই নয়, একটি অদিবাসী সংগঠনের ডাকা বাংলা বনধের কারণে ছাত্র ছাত্রীদের যাতায়াতের অসুবিধার কথা চিন্তা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, একটি রাজনৈতিক দলের নেতা ও সাংসদের কর্মসূচির কারণে পরীক্ষা স্থগিত ভাবা যায়? শিক্ষার হাল কোথায় পৌছেছে? গরমের ছুটিতে সমস্ত স্কুল বন্ধ। প্রয়োজন হলে
স্কুলেই তো ব্যবস্থা করা যেত।
জানা গেছে, স্নাতক স্তরের ২য় এবং ৪র্থ সেমিস্টারের ইন্টারনাল এ্যসেসমেন্টের আজ সোমবার ও মঙ্গলবার পরীক্ষার দিন নির্ধারিত হয়।