Virat Kohli, Olympics: অলিম্পিক্সে ক্রিকেটকে যোগ করতে কোহলির ‘বিরাট’ জনপ্রিয়তাই অস্ত্র আইসিসি-র

 ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে (Los Angeles Olympic 2028) ক্রিকেটকে (Cricket) অন্তর্ভুক্ত করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি (ICC)। আর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় বাইশ গজের যুদ্ধকে জুড়ে দেওয়ার জন্য বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই ইস্যু নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার (International Olympic Committee) কাছে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে একটি অডিয়ো ভিস্যুয়াল প্রেজেন্টেশন দিয়েছে আইসিসি। সেখানে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) কথা তুলে ধরা হয়েছে। বিশ্ব জুড়ে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট আইসিসি। ব্রাজিল (Brazil), স্পেনের (Spain) মত ফুটবল প্রধান দেশে ক্রিকেট চালু করেছে তারা। এবার আরও বড় আকারে ক্রিকেটকে ছড়িয়ে দিলে অলিম্পিক্সকে টার্গেট করল আইসিসি। ইতমধ্যেই গত কমনওয়েলথ গেমসে মহিলাদের (Womans Commonwealth Games) ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই অলিম্পিক্সের কথা মাথায় রেখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে প্রেজেন্টেশন দিয়েছে, তাতে ভারতে ক্রিকেটের তুমুল জনপ্রিয়তাকেই তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে বিরাট, মিতালি রাজের মতো আন্তর্জাতিক ক্রীড়া আইকনদের। বাইশ গজের যুদ্ধের বাইরেও কোহলির ‘বিরাট’ জনপ্রিয়তা ক্রিকেট মাঠে যেমন, মাঠের বাইরেও কোহলির জনপ্রিয়তা অতুলনীয়। ইনস্টাগ্রামে প্রাক্তন ভারত অধিনায়কের ফলোয়ার সংখ্যা ২১৬ মিলিয়নেরও বেশি। বিশ্বের যেখানেই যান না কেন, ভক্তদের ভালোবাসার অত্যাচার সহ্য করতে হয় কোহলিকে। মিতালি আবার মহিলা ক্রিকেটের যুগন্ধর ব্যক্তিত্ব।

সম্প্রতি পাঠানো একটি চিঠিতে আইসিসি-র পক্ষ থেকে ক্রিকেটের আর্থিক দিকটা তুলে ধরা হয়েছে। এখানে তাদের উদাহরণ ভারত। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, যদি অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত্ করা হয় তাহলে ভারতীয় মিডিয়া স্বত্ত্ব গিয়ে পৌঁছবে ১৩০ মিলিয়ন মার্কিন ডলারে। এটা সর্বোচ্চ ২৬০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত যেতে পারে। বর্তমানে অলিম্পিক্স ভারতে সম্প্রচারের স্বত্ত্ব রয়েছে ভায়কম ১৮-এর হাতে। যার দাম ৩১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, আইসিসি যে হিসেব দিয়েছে তাতে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার আয় বাড়তে পারে ১০০%।

গত বছর জানা গিয়েছিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট জায়গা পাবে না। বদলে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে জায়গা পাবে ক্রিকেট। এরপর থেকেই চেষ্টা শুরু করে আইসিসি। এবং আইসিসি-র এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বিসিসিআই। ইতমধ্যেই বোর্ডের সচিব জয় শাহ আইসিসি-র অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলের প্রাক্তন মেয়রকে সম্প্রতি অহমেদাবাদে শাহরুখ খানের সঙ্গে আইপিএল দেখতেও দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.