নিজাম প্যালেসে জেরা, নারদকর্তার আইফোনের পাসওয়ার্ড পেতে চায় সিবিআই: সূত্র

পুজো শেষ হতেই ফের তৎপর সিবিআই৷ আরও একবার জেরা করা হল নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ এবার তার আইফোনের পাসওয়ার্ড হাতে পেতে চায় সিবিআই৷ এমনটাই সূত্রের খবর৷

বুধবার দুপুরে নিজাম প্যালেসে আসেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল৷ তাকে প্রায় দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ যদিও এদিন সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে ম্যাথু স্যামুয়েল জানান, আমার কাছ থেকে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা আমার আইফোনের পাসওয়ার্ড চেয়েছিল৷ আমি তাদের বলেছি ওটা আমার একদমই ব্যক্তিগত৷ তবে তদন্তের স্বার্থে এর আগে তদন্তকারীদের সামনেই আমি আমার আইফোন চালু করে দিয়েছি৷ প্রয়োজনে যতবার বলবে আমার আইফোন চালু করে দেব৷ কিন্তু তার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে৷

তাছাড়া নারদ স্ট্রিং অপারেশনের দ্বিতীয় ফুটেজ নিয়ে যে জল্পনা হয়েছে ,তাও এদিন তিনি উড়িয়ে দিয়েছেন৷ এবং বলেন, স্ট্রিং অপারেশনের সমস্ত ফুটেজই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছি৷ শুধু তাই নয়, সিবিআইয়ের হাতে তুলে দিয়েছি আমার ইমেলগুলিও৷

পুজোর আগে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করে সিবিআই। তারপরেই সিবিআই মুকুল রায়কে ডেকে জিজ্ঞাসাবাদও করে। এখানেই শেষ নয়, মির্জাকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের কলকাতার ফ্লাটেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঘটনার পুর্ননির্মান করা হয়েছছে৷ এবং নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করে সিবিআই। নারদা তদন্তের আরও গভীরে পৌঁছতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল৷ সেই নোটিস পেয়েই বুধবার সিবিআই দফতরে আসেন ম্যাথু স্যামুয়েল৷

উল্লেখ্য, নারদকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে। ১৫ তারিখ পর্যন্ত ধৃত মির্জার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। মিডিয়ায় প্রকাশিত ফুটেজ ছাড়াও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে স্টিং অপারেশনের আরও কয়েকটি ভিডিয়ো পান গোয়েন্দারা৷ সেই ফুটেজেই দেখা যায়, মির্জা ফোনে তাঁর মাধ্যমে কারও সঙ্গে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেনের কথা বলছেন। এই ১ কোটি ৭০ লক্ষ টাকা কে কাকে দিচ্ছিলেন, তারই উত্তর খুঁজছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.