চার বছর পর এই প্রথম লা লিগা জিতল বার্সেলোনা। মেসি বার্সেলোনা ছাড়ার পর কোচ জাভি হার্নান্দেজ – এর প্রশিক্ষণে এটাই প্রথম বার্সার লা লিগা জয়। রবিবার রাতে লেয়নডস্কির জোড়া গোলে বার্সেলোনা ৪-২ হারায় এস্প্যানিয়লকে। ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৫। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এর চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা খেতাব হাতে তুলল বার্সেলোনা। তাৎপর্যপূর্ণ ব্যাপার একই মরসুমে খেতাব জিতল মারাদোনার তিন দল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, সেরি আ জয় নাপোলির। এবার লা লিগা জিতল বার্সেলোনা।
বার্সেলোনার কোচ জাভি হার্নান্ডেজ বলেছেন যে ক্লাবের ম্যানেজার হিসেবে তার প্রথম লা লিগা শিরোপা জেতা একটি ‘দুর্দান্ত অনুভূতি’ যেখানে তিনি একজন খেলোয়াড় হিসেবে আটটি জিতেছেন। কাতালান জায়ান্টদের চার বছরের খরার অবসান ঘটিয়েছেন তিনি। রবার্ট লেওয়ানডস্কির প্রথমার্ধের দুটি গোলের সুবাদে রবিবার শহরের প্রতিপক্ষ এসপানিওলের বিপক্ষে জাভির দল ৪-২ গোলে জিতেছে।
বার্সেলোনা সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়ন হয়েছিল। ক্লাব কিংবদন্তি লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ তাদের আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়। ক্লাবের আর্থিক অবস্থার অবনতি হওয়ায়, দু’জনেই ক্লাব ছেড়ে যেতে বাধ্য হন। তাঁদের দল ছেড়ে যাওয়ায় দলের ট্রফি ভাগ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়।
জাভি ক্লাবে ফিরে আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে তাদের টেবিলের শীর্ষে নিয়ে গেছেন।
জাভি বলেন, ‘আমাদের কাছে একটি দুর্দান্ত অনুভূতি, ১০ মাসেরও বেশি কাজ, ত্যাগের অনুভূতি রয়েছে। এটি একটি অসাধারণ কাজ’।