সোমবার এবং মঙ্গলবার রাজ্যে ফের তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তরবঙ্গে ১৬ থেকে ২০ মে এবং দক্ষিণবঙ্গে ১৭ থেকে ২২ মে-র মধ্যে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। বিশেষত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে ১৭ থেকে ২২ মে-র মধ্যে অন্তত দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। রোজ বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। একদিন বৃষ্টি হলে পরের বৃষ্টি পেতে আবার দুদিন অপেক্ষা করতে হতে পারে। বৃষ্টির সময়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ নিয়ে আরও বিস্তারিত সোমবার বিকেলে তারিখ ধরে ধরে জানাবে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা ৪০-এর ঘরে পৌছাবে। কাল ১৬ মে মঙ্গলবার, এই জেলাগুলি তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ওপরে উঠতে চলেছে তাপমাত্রা। কলকাতা ও পূর্ব মেদিনীপুরে দিনভর আর্দ্র ও চুড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে আজ ও আগামিকাল। দক্ষিনের বাকি জেলায় আজ শুষ্ক লু বয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। তারই মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।
মঙ্গলবার তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম তাপপ্রবাহের কবলে পড়তে পারে।