আন্তর্জাতিক কেরিয়ারে ১০০টি শতরান করতে হলে, বিরাট কোহলিকে (Virat Kohli) সবার আগে টি-টোয়েন্টি ফরম্যাট বর্জন করতে হবে। এমনটাই মনে করেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর (Rawalpindi Express) পরামর্শ টি-টোয়েন্টি ক্রিকেট না খেলে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে মন দিক কোহলি। তাহলে এনার্জি সঞ্চিত রাখতে পারবেন বিরাট। এনার্জি বাঁচিয়ে রেখে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট বেশি করে খেললে শতরান আসবে। এমনটাই মনে করেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন স্পিডস্টার।
শোয়েব বলছেন, “ক্রিকেটার হিসেবে যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে বলব বিরাট যেন টেস্ট এবং ৫০ ওভারের ফরম্যাটেই খেলে। টি-টোয়েন্টিতে এনার্জি ক্ষয় হয় ওর। যদিও টি-টোয়েন্টিতে খেলতে পছন্দ করে কোহলি। কিন্তু ওর শরীরকে বাঁচিয়ে রাখতে হবে। কোহলির বয়স এখন ৩৪। ওর যা ফিটনেস, তাতে আরও ৬-৮ বছর খেলতে পারে বিরাট। যদি ৩০-৫০ টা টেস্ট ম্যাচ খেলে, তাহলে এই টেস্টগুলো থেকে ২৫টা শতরান কোহলি করতেই পারে।”