Earthquake in India: ভূমিকম্পের পরই উত্তরভারতের আকাশে রহস্যময় আলো! ঝড় উঠল নেটপাড়ায়

মঙ্গলবার রাত ১০টা ২১ নাগাদ ফের কেঁপেছে রাজধানী দিল্লি-সহ সন্নিহিত এলাকা। কম্পন টের পাওয়া গিয়েছে পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা ও কাশ্মীরে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৬। কেঁপে ওঠে  পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্তান, এমনকী, চিনও। উৎসস্থল? আফগানিস্তান। কম্পনের স্থায়িত্ব ছিল ৪০ থেকে ৪৫ সেকেন্ড। কিন্তু অনেকেই  বলছেন এক অদ্ভূত দৃশ্যের কথা। ভূমিকম্পের পর উত্তরভারতের বিভিন্ন জায়গায় আকাশে দেখা দিয়েছে এক রহস্যময় আলো। তোলপাড় নেটপাড়া।

নেটিজেনদের দাবি, ওই রহস্যময় আলো দেখা গিয়েছে হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন জায়গায়।  নয়ডা, গুরুগ্রামেও কেউ কেউ লক্ষ্য করেছেন আকাশের ওই রহস্যময় আলো। কেন এমন আলো? বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের পর আকাশে এরকম আলো দেখা যায়। একে বলা হয় ‘ভূমিকম্পের আলো’। বিষয়টি নতুন নয়। বহু দিন আগে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্পের আগে ও পরে এমন আলো দেখতে পাওয়া গিয়েছে বলে শোনা যায়। আকাশে আলোর ছোপ-এর ছবিও প্রকাশিত হয়েছে। তাই একে অস্বীকার করা উপায় নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.