গত মাসের ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব তুরস্কের (Turkey) দুটি শহরের রাস্তায় বন্যার কারণে ১৪ জন মারা গেছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্থদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও ছিলেন যারা ভূমিকম্পের পর থেকে কন্টেনার বাড়িতে বসবাস করছিলেন।
সানলিউরফার (Sanliurfa) রাস্তায় বন্যার জলের স্রোতে গাড়ি ডুবে যায়, যেখানে ১২ জনের মৃত্যু হয়। আদিয়ামনে (Adiyaman) একটি কন্টেইনার যেখানে দুটি পরিবার ছিল তাঁরা বন্যায় ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে।
শহরে নিহত দুই জনের মধ্যে কন্টেইনারে বসবাসকারী এক নারীও রয়েছেন। আরও বেশ কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। শহরের তাঁবুগুলো খালি করা হয়েছে।