হাসপাতালের মেঝেতে কম্বল গায়ে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর গায়ের উপর দিয়ে ঘোরাফেরা করেই চলেছে একটি ইঁদুর। কখনও সে বসে রয়েছে পায়ের উপর। তো কখনও সে বসে রয়েছে মুখের সামনে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে জোর শোরগোল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব রোগীর পরিবারের লোকজন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের।
তিনদিন আগে ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করেন তাঁর ছেলে। হাসপাতালে বাবাকে দেখতে এসে চক্ষু চড়কগাছ ওই যুবকের। তিনি জানান, “তিনদিন আগে ভরতি করেছি। বেড নেই। নিচে শুয়ে রয়েছে। কোনও চিকিৎসক তাঁকে দেখেননি। ইঁদুর গায়ের উপর দিয়ে ঘোরাফেরা করছে। এতে রোগ ছড়াতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের দেখা উচিত।”
হাসপাতাল চত্বরে ইঁদুর ঘোরাফেরার কথা পুরোপুরি অস্বীকার করেননি মালদহ মেডিক্যালের সুপার পুরঞ্জয় সাহা। তবে হাসপাতালের ভিতরে রোগীর গায়ে ইঁদুর ঘোরাফেরা করছিল কিনা, তা খোঁজ নিয়ে দেখবেন বলেই আশ্বাস তাঁর। হাসপাতাল সুপার আরও জানান, পেস্ট কন্ট্রোলের উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক অনুমোদন এলেই কাজ শুরু হবে।
আপাতত এই ভিডিও নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। হাসপাতাল চত্বরে ইঁদুর ঘোরাফেরার ভিডিও দেখামাত্রই শিউড়ে উঠছেন প্রায় সকলেই। এভাবে মূষিকের রাজত্বে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়বেন বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।