আরও কমল রাতের তাপমাত্রা। ১২ ফেব্রুয়ারী তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। এই তাপমাত্রা ১৩ ফেব্রুয়ারী হয় ১৭ ডিগ্রি এবং ১৪ ফেব্রুয়ারি তা হবে ১৫.৫ ডিগ্রি। অর্থাৎ ৪৮ ঘণ্টায় সাত ডিগ্রি পারদ নামল রাজ্যে।
১১ ফেব্রুয়ারী দিনের তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি। ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা হয় ৩১.২ ডিগ্রি। ১৩ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি।
আরও ২৪ ঘণ্টা থাকবে শীতের আমেজ। বুধবারের পর আর শীত নেই এই মরশুমে। বৃহষ্পতিবার থেকে ক্রমশ বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা।
এরাজ্যে উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আরও দুই দিন। এছাড়াও ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দুই একটি জেলার কিছু অংশে।