জম্মু কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। সন্ত্রাসবাদ ও নাশকতার কারণের বন্ধ থাকা স্কুল এবং মন্দিরগুলি সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ত্রাসের কারণে উপত্যকায় প্রায় ৫০ হাজার মন্দির বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, বন্ধ থাকা মন্দিরগুলি আবার খোলা হবে। তিনি বলেন, কাশ্মীর উপত্যকায় বন্ধ থাকা স্কুলের সংখ্যা জানার জন্য সার্ভে করা হবে। এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
বছরের পর বছর ধরে প্রায় ৫০ হাজার মন্দির কাশ্মীর উপত্যকায় বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বেশকিছু মন্দির নষ্ট করে দেওয়া হয়েছে এবং সেখানকার মূর্তিও ভেঙে ফেলা হয়েছে। কেন্দ্র সরকার এই ধরনের মন্দিরগুলিও সার্ভে করার নির্দেশ দিয়েছে।
এরই মধ্যে আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন বালাকোটে জঙ্গি শিবির ফের সক্রিয় হয়ে উঠেছে। পুলওয়ামার ঘটনার জবাব দিতে ভারতীয় বায়ুসেনা বালাকোটের যে জঙ্গি শিবিরে এয়ার স্ট্রাইক করেছিল। তা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে খবর।
বিপিন রাওয়াত বলেন পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি উপেক্ষা করছে।অন্ততপক্ষে ৫০০ জন জঙ্গী অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেনা জানে কিভাবে এই লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি উপেক্ষা করার জবাব দিতে হয়।
তিনি বলেন, আমরা সতর্ক আছি কোনরকম অনুপ্রবেশের সুযোগ যাতে না পায় জঙ্গিরা তার জন্য কড়া নজরদারি চলছে।