টেক্সাসের সেনেটর জন করনিন ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন হাউসটনের স্টেডিয়ামে।
হাউসটনের মঞ্চে ইতিহাস গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত ৫০,০০০ লোক উপস্থিত থাকবেন মোদীর সেই মেগা শো’তে। আর সেখানেই উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্রের খবর, শুধু হাজির থাকবেন না, বক্তব্যও রাখবেন মোদীর মেগা র্যালিতে।
হাউডি মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশেই দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে। প্রায় ৩০ মিনিটের একটি বক্তব্য তিনি রাখবেন বলে শোনা যাচ্ছে।
রবিবারের এই মেগা ইভেন্টে দুই দেশের গণতন্ত্রের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে বলে মনে করছেন মার্কিন আধিকারিকরা। যদিও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পক্ষ থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি থাকছেন না বা কোনও ভাষণও দিচ্ছেন না।