বুধবার রাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সময় পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রাত সোয়া এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী নিজেই তাঁর ঘনিষ্ঠ মহলে জানান, আজ আর নয় কাল ওরা (স্বরাষ্ট্রমন্ত্রক) জানাবে বলেছে। অন্যদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর সঙ্গে তথাকথিত সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা কেন? তার মানে কি এই নয় যে গোয়েন্দা প্রধান রাজীব কুমারকে (Rajiv Kumar) কেন্দ্র করে যা কিছু চলছে তারই একটা রাজনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছেন মমতা?
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা আগে থেকেই ছিল, যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এমন কোনও খবর নেই। দিল্লির বিজেপি বলছে প্রধানমন্ত্রী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন।
রাজনৈতিক ও সংসদ সূত্রের খবর, মমতা এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। একবার সংসদভবনে মোদিকে দেখে দ্রুত তাঁর দিকে এগিয়ে গিয়ে সাক্ষাৎ প্রার্থনাও করে ছিলেন। সূত্র বলছে, তাতে লাভ কিছু হয়নি।
প্রধানমন্ত্রী তাঁকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে এগিয়ে দিয়ে ছিলেন। মোদি এবারও তাই করলেন বলে বিজেপির শীর্ষ সূত্রের খবর।
এবার তাহলে দেখা করলেন কেন?
ওয়াকিবহাল মহল বলছে, এবার প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা ও সেই হেতু সৌজন্য সাক্ষাতের আবেদন এসেছিল প্রধানমন্ত্রীর দফতরে। তাই এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি।