ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আগামী সপ্তাহের ১৪-২০ সেপ্টেম্বর ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি পালন করা হবে। সপ্তাহ জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে দেশজুড়ে নানারকম সামাজিক উদ্যোগ নেওয়া হবে।
বিজেপির সাধারণ সম্পাদক অর্জুন সিং একটি বিবৃতিতে জানিয়েছেন, দেশের গরীব মানুষদের যেকোন রকম সমস্যা যদি কেউ সমাধান করে থাকে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি ১৪-২০ সেপ্টেম্বর দেশ জুড়ে সেবা সপ্তাহ পালন করবে।
সারা সপ্তাহ জুড়ে চলতে থাকা এই সামাজিক কর্মসূচির ৮ই সেপ্টেম্বর এইমস থেকে উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কার্যনির্বাহী সম্পাদক জেপি নাড্ডা। যেখানে তাঁরা রোগীদের ফল বিতরণ করবেন এবং তাঁর সঙ্গে হাসপাতালের মেঝে পরিস্কার করে জোর দেবেন স্বচ্ছতার উপরে। যা এই কর্মসূচির একটি বিশেষ উদ্দেশ্য।
তাছাড়াও, বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সকল সামাজিক কর্মসূচির একটি প্রদর্শন করা হবে আর এই প্রদর্শন বিভিন্ন রাজ্যের বিজেপির দফতর থেকে বিজেপি কর্মীদের সহায়তায় করা হবে। সপ্তাহ জুড়ে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও বিভিন্ন রকমের শারীরিক পরীক্ষা করা হবে এবং সমগ্র কর্মসূচি স্থানীয় বিজেপি কর্মীদের সহায়তাতেই করা হবে।
এই সকল কর্মসূচী যাতে সঠিক ভাবে সম্পন্ন করা হয় সেই কারণে বিজেপির তরফ থেকে নেতা অবিনাশ রাই খান্নাকে কর্মসূচির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং জাতীয় সম্পাদক সুধা যাদব ও সুনীল দেওধরকে কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে।