Safest City in India: ফের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, ধর্ষণের রিপোর্ট ১৯ শহরের মধ্যে সর্বনিম্ন

ভারতের ১৯টি বড় শহর বা মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতাই মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ। এই শহরে ধর্ষণের রিপোর্টের পরিমাণ সবচেয়ে কম। এমনই বলছে National Crime Records Bureau (NCRB)-র হালের সমীক্ষা। যে সব শহরের জনসংখ্যা ২০ লক্ষের বেশি, সেই শহরগুলিকে নিয়েই এই সমীক্ষা চালানো হয়েছে। 

সম্প্রতি National Crime Records Bureau (NCRB)-এর ২০২১ সালের রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে ২০২১ সালে কলকাতায় মোট ১১টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে। সেখানে দিল্লিতে দেশের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় রিপোর্ট হয়েছে ধর্ষণের ঘটনা। ২০২১ সালে দিল্লিতে এমন ঘটনার সংখ্যা ১২২৬টি। 

মহিলাদের জন্য দেশের সবচেয়ে বিপজ্জনক তিন মেট্রোপলিটন শহরের তালিকায় দিল্লি ছাড়া অন্য যে দু’টি শহর রয়েছে, সেগুলি হল জয়পুর (৫০২টি ধর্ষণের ঘটনা) এবং মুম্বই (৩৬৪টি ধর্ষণের ঘটনা)। কলকাতার কাছাকাছি নিরাপদ শহরগুলির মধ্যে রয়েছে কোয়েম্বাতোর (১২টি ধর্ষণের ঘটনা) এবং পাটনা (৩০টি ধর্ষণের ঘটনা)।

এই তালিকায় ভারতের প্রায় প্রতি বড় শহরই রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দোর (১৬৫টি ধর্ষণের ঘটনা), বেঙ্গালুরু (১১৭টি ধর্ষণের ঘটনা), হায়দরাবাদ (১১৬টি ধর্ষণের ঘটনা) এবং নাগপুর (১১৫টি ধর্ষণের ঘটনা)। National Crime Records Bureau (NCRB)-র রিপোর্ট বলছে, ১৯টি মেট্রোপলিটন শহর মিলিয়ে ২০২১ সালে ভারতে ৩২০৮টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে।

তবে কলকাতা এর আগেও প্রত্যেক বছরেই মহিলাদের নিরাপত্তার নিরিখে ভারতের অন্য বড় শহরগুলির তুলনায় এগিয়ে ছিল। ২০২১ সালে এই শহরের ১১টি ধর্ষণের ঘটনার রিপোর্ট করা হয়। ২০১৯ সালে ১৪টি। ২০২১ সালে এই শহরে ধর্ষণের প্রচেষ্টার একটিও রিপোর্ট হয়নি। 

সব মিলিয়ে কলকাতার অপরাধের সংখ্যাই গত ৭ বছরে একটু একটু করে কমেছে। এমনই বলা হয়েছে রিপোর্টে। ২০২১ সালে নথিবদ্ধ হওয়া অপরাধের সংখ্যা ১৪৫৯১,  ২০২০ সালে তা ছিল ১৮২৭৭, ২০১৪ সালে সেটিই ছিল ২৬১৬১। এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন, সাধারণ মানুষের সমর্থন এবং কলকাতার পুলিশকর্মীদের দক্ষতা আর পরিশ্রমের কারণেই আজ এই ঘটনা ঘটেছে। 

খুন বা খুনের চেষ্টার মতো অপরাধও কলকাতায় বেশ কম। ২০২১ সালে এই দুই অপরাধের সংখ্যা যথাক্রমে ৪৫ এবং ১৩৫। ২০১৮ সালে এটিই ছিল ৫৩ এবং ১২১। মুক্তিপনের দাবিতে অপহরণের সংখ্যা ২০২১ সালে ১০টি। যা দিল্লি (১৭টি) এবং চেন্নাই (১৬টি)-এর তুলনায় কম। 

National Crime Records Bureau (NCRB) রাজ্যভিত্তিক রিপোর্টও দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, রাজস্থানে ধর্ষণের ঘটনার রিপোর্ট সবচেয়ে বেশি হয়েছে। ৬৩৩৭টি। আর দেশের মধ্যে নাগাল্যান্ডে ধর্ষণের ঘটনার রিপোর্ট সবচেয়ে কম। ৪টি। পশ্চিমবঙ্গে সব মিলিয়ে ১১২৩টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে। 

National Crime Records Bureau (NCRB)-র রিপোর্ট অনুযায়ী ভারতে গত বছরে ৩১৬৭৭টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে। আক্রান্তর সংখ্যা ৩১৮৭৮। এমনই জানানো হয়েছে সংবাদমাধ্যমকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.