Noida Twin Tower Debris: ৪০ তলা টুইন টাওয়ার ধ্বংসের পর পড়ে রয়েছে ৮০ হাজার টন স্তূপ, এই পাহাড়ের কী হবে?

1/4রবিবার দুপুর আড়াইটের সময় বিশাল বিস্ফোরণে গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার। সিয়ান আর অ্যাপেক্স নামক দুটি বিল্ডিং নয় সেকেন্ডে ধুলোতে পরিণত হয়। এর জেরে তৈরি হয় ধ্বংসাবশেষের পাহাড়।

2/4এই ৮০ হাজার টন ধ্বংসস্তূপের মধ্যে ৩০ হাজার টন সরিয়ে নিয়ে যাওয়া হবে নয়ডার ৮০ নং সেক্টরে ‘কনস্ট্রাকশন অ্যান্ড ডেমলিশন ম্যানেজমেন্ট প্ল্যান্ট’-এ নিয়ে যাওয়া হবে। সেখানে এই ধ্বংসাবশেষের প্রক্রিয়াকরণ হবে।

3/4এই বিস্ফোরণের জেরে যে দূষণ হয়, তা কমাতে এলাকায় ১১টি স্মগ গান ব্যবহার করা হয়েছে। দুটি স্মগগান মোতায়েন করা হয়েছে পর্ষবন্থের সার্ভিস রোডের পাশে, ৩টি মোতায়েন করা হয়েছে সিটি পার্ক থেকে এটিএস পর্যন্ত এলাকায়, ২টি গেঝা কমিউনিটি সেন্টারের বিপরীতে, একটি করে স্মগ গান জেপি ফ্লাইওভারের কাছে, এলডেকোর পাশে, পান্না কোর্টের সামনে এবং টুইন টাওয়ারের কাছে মোতায়েন করা হয়।

4/4এই বহুতল ভাঙতে মোট খরচ হবে ২০ কোটি টাকা। এর মধ্যে পাঁচ কোটি টাকা নির্মাণকারী সংস্থার তরফে এবং বাকি টাকা যমজ অট্টালিকার ধ্বংসাবশেষ বিক্রি করে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.