আজ, রবিবার দিঘার সমুদ্রে হঠাৎ টর্নেডো দেখা দিয়েছে। রবিবাসরীয় ছুটিতে দিঘার সমুদ্রে টর্নেডো দেখে আপ্লুত পর্যটকরা। পর্যটকদের মধ্যে সকাল থেকেই হুড়োহুড়ি পড়ে যায়। যদিও টর্নেডোর কোনওরকম আগাম সর্তকতা ছিল না৷ তবে এদিন পর্যটকরা জলে নামতে পারেননি৷ ফলে তাঁরা পাড়েই বসে সময় কাটালেন৷ এদিন মাঝ সমুদ্রে টর্নেডো দেখা যায়৷ যদিও সেটা দীর্ঘক্ষণ স্থায়ী ছিল না৷
ঠিক কী ঘটেছে দিঘায়? পর্যটকদের সূত্রে খবর, রবিবার ছুটির দিনে ভিড়ে ছিল দিঘার সমুদ্র সৈকতে। তবে জোয়ার থাকায় কোনও পর্যটকই সমুদ্রে গা ভেজাতে নামেননি৷ আর ঠিক তখনই সমুদ্রের মাঝে হঠাৎ টর্নেডো দেখা যায়। যাকে কেন্দ্র করে সেলফি থেকে শুরু করে ছবি মোবাইল বন্দি করতে থাকেন পর্যটকরা। তবে এই টর্নেডো অল্প সময়েই মিলিয়ে যায়৷
আগে কী এমন ঘটেছিল? সম্প্রতি বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির সমুদ্র বাঁধ ভেঙে গিয়েছিল। আর প্লাবিত হয়েছিল বহু গ্রাম। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে আয়েলা সেন্টারে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে টর্নেডো দেখা যায়নি। অন্যান্য জেলায় টর্নেডো দু’একবার দেখা দিয়েছিল।
আর কী দেখা গিয়েছে? দিঘা সমুদ্রের টর্নেডোর ছবি এখন ভাইরাল হয়ে পড়েছে। রবিবার এই ধরনের ছবি ক্যামেরায় ধরা পড়ে। এই নিয়েই রীতিমতো আতঙ্কিত সমুদ্র সৈকত এলাকার মানুষজন। এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। এরপর দিঘা, মন্দারমণি, তাজপুর–সহ সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শনে করেন ডিআইজি পশ্চিমাঞ্চল প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা। সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে সমুদ্রে স্নানে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।