Jio 5G Rollout: সবার আগে এই ১৩টি শহরে আসছে 5G!

1/5Jio 5G : রিলায়েন্স জিও-র 5G পরিষেবা কবে চালু হবে? সেদিকেই এখন তাকিয়ে সকলে। এ বিষয়ে এখনও কোনও তারিখ প্রকাশ করেনি জিও। তবে সামনেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (AGM)। আর সেই দিনই মিলতে পারে সেই খবর।

2/5আগামি ২৯ অগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা। প্রতি বছরই এদিন জিও নিয়ে থাকে নয়া চমক। আর এবারেও তার অন্যথা হবে না বলে মনে করা হচ্ছে।

3/5ওয়াকিবহাল মহলের ধারণা, ২৯ অগস্টই Jio 5G-এর বিষয়ে ঘোষণা হতে পারে। তার পাশাপাশি Jio-র নতুন 5G স্মার্টফোনের বিষয়েও ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে সংস্থা।

4/5ইতিমধ্যেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। Jio সম্প্রতি জানিয়েছ যে, ভারতের ১,০০০টি শহরে 5G কভারেজের পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। এ বিষয়ে জোরকদমে কাজ চলছে।

5/5কোন কোন শহরে সবার আগে ৫জি আসতে পারে? রিপোর্ট অনুযায়ী, নয়া দিল্লি, চণ্ডীগড়, গুরুগ্রাম, মুম্বই, গান্ধীনগর, আহমেদাবাদ, জামনগর, পুনে, লখনউ, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাইতে প্রথম ধাপে 5G চালু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.