1/6আর কয়েক সপ্তাহ। আসছে 5G ইন্টারনেট। আর তার মধ্যেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি দশকের শেষেই দেশে 6G পরিষেবা শুরু হবে, ঘোষণা করে দিলেন তিনি।
2/6এ বিষয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২-এর গ্র্যান্ড ফিনালেতে ভাষণের সময়ে একথা জানান নরেন্দ্র মোদী।
3/6নমো বলেন, সময়ের সঙ্গে সম্পূর্ণ নতুন বিভিন্ন ক্ষেত্র উঠে আসছে। রয়েছে নানা চ্যালেঞ্জ। প্রতিদিন সেগুলির উদ্ভাবনী সমাধানও বের করা হচ্ছে। তিনি গবেষকদের কৃষি-সম্পর্কিত সমস্যাগুলির সমাধান খুঁজতে অনুরোধ করেন।
4/6’তরুণরা কৃষি ও স্বাস্থ্য খাতে ড্রোন প্রযুক্তির ব্যবহারকে আরও উন্নত করতে পারে। আমরা চলতি দশকের শেষ নাগাদ 6G চালু করারও প্রস্তুতি নিচ্ছি। গেমিং এবং বিনোদনে ভারতীয় সংস্থাগুলিকে উৎসাহিত করছি। ভারতীয় সরকার প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। যুবসমাজের তার সুবিধা নেওয়া উচিত,’ বলেন প্রধানমন্ত্রী।
5/6প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবার, ৫জি ইন্টারনেটকে কাজে লাগানোর জন্য যুবসমাজকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
6/6’গত ৭-৮ বছরে ভারত একের পর এক বিপ্লব ঘটেছে। দ্রুত অগ্রসর হচ্ছি আমরা। ডিজিটাল এবং প্রতিভার বিপ্লব ঘটছে। এটি দেশের তরুণ উদ্ভাবকদের অনেক নতুন সুযোগ এনে দেবে,’ বলেন তিনি।