News LIVE: ‘প্রতিবাদীদের উপর গুলি নয়’, নির্দেশ অমান্য করে বলল শ্রীলঙ্কা সেনা

Daily News Live Updates: ক্রমশ বাড়ছে শ্রীলঙ্কার সংকট (Sri Lanka Crisis Updates)। এখনও পর্যন্ত ইস্তফা দেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। যিনি শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে গিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে পালাচ্ছেন তিনি। তারইমধ্যে বিক্ষোভের মধ্যে বুধবার মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে কী কী ঘটনা ঘটছে, তার টাটকা আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

14 Jul 2022, 10:25:31 AM IST

আলিপুরের রসিকার মৃত্যুর দেড় বছর পর দময়ন্তী সেনদের হাতে গ্রেফতার স্বামী

রসিকা জৈনের মৃত্যুর প্রায় দেড় বছর স্বামীকে গ্রেফতার করা হয়। বুধবার রসিকার স্বামী কুশল আগরওয়ালের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বুধবার রাতেই আলিপুর থেকে গ্রেফতার করেছে দময়ন্তী সেনের নেতৃত্বাধীন রাজ্য পুলিশের সিট।

14 Jul 2022, 10:16:48 AM IST

‘বিক্ষোভকারীদের উপর গুলি নয়’, রাষ্ট্রপতির নির্দেশ অমান্য করে বলল শ্রীলঙ্কার সেনা

অন্তর্বর্তী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহের নির্দেশ পালনে রাজি হল না শ্রীলঙ্কার সেনা। বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ করতে অস্বীকার করেছে সেনা। সেনার তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হবে না।

14 Jul 2022, 09:06:09 AM IST

ঐতিহাসিক যাত্রা শুরু শিয়ালদা মেট্রো স্টেশনে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে বাণিজ্যিকভাবে শিয়ালদা স্টেশন থেকে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হল। একেবারে ঘড়ি ধরে সকাল ৬ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়ে। যা এখনও পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন। 

14 Jul 2022, 09:02:43 AM IST

সংকট গভীর হচ্ছে শ্রীলঙ্কায়, এখনও ইস্তফা নয় গোতাবায়ার

ক্রমশ বাড়ছে শ্রীলঙ্কার সংকট (Sri Lanka Crisis Updates)। এখনও পর্যন্ত ইস্তফা দেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। যিনি শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে গিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে পালাচ্ছেন তিনি। তারইমধ্যে বিক্ষোভের মধ্যে বুধবার মৃত্যু হয়েছে এক যুবকের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.