IPL 2022 Playoffs Chances: লিগের শেষ ১২ ম্যাচে হতে পারে যেকোনও কিছু, অঙ্কের হিসেবে কোন দলের সম্ভাবনা কতটা

1/9আইপিএল ট্রফিরাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে অঙ্কের হিসেবে ৮১৯২টি সম্ভাবনা ছিল আইপিএল-এর প্লে অফ যাত্রায়। তবে ম্যাচ শেষে দিল্লির জয়তে সেই সম্ভাবনার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০৯৬-এ। এই ৪০৯৬টি সম্ভাবনা খতিয়ে দেশে প্রতিটি দলের প্লে অফ যাওয়ার সম্ভাবনা গণনা করা হয়েছে। এর নিরিখে মুম্বই বাদে এখনও বাকি সব দলই টুর্নামেন্টে জীবিত আছে। এদিকে গুজরাট টাইটান্স ইতিমধ্যেই প্লে অফের টিকিট কেটে ফেলেছে। ছবি- আইপিএল।

চেন্নাই সুপারকিংসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৪.৮ শতাংশ। তবে এর জন্য চেন্নাইকে সব ম্যাচ জিততে হবে। তাহলে তারা ১৪ পয়েন্টে পৌঁছবে। পাশাপাশি যে সকল দল সম্ভাব্য ১৪ পয়েন্টে শেষ করতে পারে, তাদের রানরেট খারাপ হতে হবে। (ছবি সৌজন্যে এএনআই)
2/9চেন্নাই সুপারকিংসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৪.৮ শতাংশ। তবে এর জন্য চেন্নাইকে সব ম্যাচ জিততে হবে। তাহলে তারা ১৪ পয়েন্টে পৌঁছবে। পাশাপাশি যে সকল দল সম্ভাব্য ১৪ পয়েন্টে শেষ করতে পারে, তাদের রানরেট খারাপ হতে হবে। (ছবি সৌজন্যে এএনআই)
এদিকে দিল্লির জয়ের পর কলকাতার প্লে অফের সম্ভাবমা বেড়ে ৭ শতাংশ হয়েছে। তবে সিএসকে-র মতোই কেকেআরকেও তাদের বাকি সব ম্যাচ জিততে হবে। এবং পাশাপাশি অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে।  ছবি- পিটিআই (PTI)
3/9এদিকে দিল্লির জয়ের পর কলকাতার প্লে অফের সম্ভাবমা বেড়ে ৭ শতাংশ হয়েছে। তবে সিএসকে-র মতোই কেকেআরকেও তাদের বাকি সব ম্যাচ জিততে হবে। এবং পাশাপাশি অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে।  ছবি- পিটিআই (PTI)
দিল্লি ক্যাপিটালসের শেষ চারে যাওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল। অঙ্কের নিরিখে তাদের সম্ভাবনা ৪০.৬ শতাংশ। তবে কোনও মতেই তারা টেবিলের শীর্ষে পৌঁছতে পারবে না। ছবি- বিসিসিআই।
4/9দিল্লি ক্যাপিটালসের শেষ চারে যাওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল। অঙ্কের নিরিখে তাদের সম্ভাবনা ৪০.৬ শতাংশ। তবে কোনও মতেই তারা টেবিলের শীর্ষে পৌঁছতে পারবে না। ছবি- বিসিসিআই।
পঞ্জাবেরও শেষ চারে পৌঁছানোর সম্ভাবনা বেড়েছে দিল্লির জয়ে। বর্তমানে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে ২৬.৬ শতাংশ সম্ভাবনা রয়েছে মায়াঙ্ক আগ্রওয়ালদের। তবে তারাও দিল্লির মতো টেবিলের শীর্ষে পৌঁছতে পারবে না।
5/9পঞ্জাবেরও শেষ চারে পৌঁছানোর সম্ভাবনা বেড়েছে দিল্লির জয়ে। বর্তমানে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে ২৬.৬ শতাংশ সম্ভাবনা রয়েছে মায়াঙ্ক আগ্রওয়ালদের। তবে তারাও দিল্লির মতো টেবিলের শীর্ষে পৌঁছতে পারবে না।
হায়দরাবাদের শেষ চারে যাওয়ার সম্ভানা ২৩.৪ শতাংশ। টুর্নামেন্টের ভালো সূচনা করে লাগাতার পাঁচ ম্যাচ জয়ের পর উইলিয়ামসনরা যেভাবে পরপর ম্যাচ হেরেছে, তাতে এখন তারা সর্বোচ্চ তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে পারবেন।
6/9হায়দরাবাদের শেষ চারে যাওয়ার সম্ভানা ২৩.৪ শতাংশ। টুর্নামেন্টের ভালো সূচনা করে লাগাতার পাঁচ ম্যাচ জয়ের পর উইলিয়ামসনরা যেভাবে পরপর ম্যাচ হেরেছে, তাতে এখন তারা সর্বোচ্চ তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে পারবেন।
আরসিবির প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৮৮.৭ শতাংশ। এখান থেকে সব ম্যাচ হারলেও তারা পঞ্চম বা ষষ্ঠ স্থানে শেষ করবে লিগে। ছবি- আইপিএল।
7/9আরসিবির প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৮৮.৭ শতাংশ। এখান থেকে সব ম্যাচ হারলেও তারা পঞ্চম বা ষষ্ঠ স্থানে শেষ করবে লিগে। ছবি- আইপিএল।
দিল্লির বিরুদ্ধে হার সত্ত্বেও রাজস্থানের প্লে অফ যাত্রার সম্ভাবনা ৯১.৮ শতাংশ। তবে পরবর্তী সব ম্যাচ হেরে বসলে তারা ষষ্ঠ স্থানেও লিগ শেষ করতে পারে। ছবি- এএনআই। (ANI)
8/9দিল্লির বিরুদ্ধে হার সত্ত্বেও রাজস্থানের প্লে অফ যাত্রার সম্ভাবনা ৯১.৮ শতাংশ। তবে পরবর্তী সব ম্যাচ হেরে বসলে তারা ষষ্ঠ স্থানেও লিগ শেষ করতে পারে। ছবি- এএনআই। (ANI)
লখনউ সুপারজায়ান্টসের প্লে অফের সম্ভাবনা সবথেকে উজ্জ্বল। তবে তারা ১৬ পয়েন্টে দাঁড়িয়ে থেকে বাকি স ম্যাচ হারলে প্লে অফ থেকে রান রেটের নিরিখে বাদ পড়তে পারে। তবে গুজরাট টাইটান্স বাকি সব ম্যাচ হারলেও সর্বনিম্ন চতুর্থ স্থানে লিগ শেষ করবে। 
9/9লখনউ সুপারজায়ান্টসের প্লে অফের সম্ভাবনা সবথেকে উজ্জ্বল। তবে তারা ১৬ পয়েন্টে দাঁড়িয়ে থেকে বাকি স ম্যাচ হারলে প্লে অফ থেকে রান রেটের নিরিখে বাদ পড়তে পারে। তবে গুজরাট টাইটান্স বাকি সব ম্যাচ হারলেও সর্বনিম্ন চতুর্থ স্থানে লিগ শেষ করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.