বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাউথ পয়েন্ট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এই বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বয়স্ক ভোটারদের ফিরিয়ে দিচ্ছে তারা। এই অভিযোগ তুলেছেন কলকাতা পুরসভার ৬৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। এই ঘটনায় সাউথ পয়েন্ট স্কুলে ঝামেলা হয়েছে। এদিকে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পাল্টা অভিযোগ জানিয়েছেন যে সুদর্শনা মুখোপাধ্যায় ঝামেলা করছেন, ভোটারকে আটকেছেন। এদিকে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় নিজে অভিযোগ করেন যে তাঁকে সাউথ পয়েন্টে ঢুকতে দেওয়া হয়নি। এই গোটা ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।
উল্লেখ্য, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে সকাল থেকেই৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ অভিযোগ করেন, মডার্ন হাইস্কুলে ২২৭ নং বুথে মেশিন খারাপ৷ সাউথ পয়েন্ট নিয়েও অভিযোগ তোলেন তিনি। কেয়া ঘোষ বলেন, ‘ভোটাররা ফিরে যাচ্ছে৷ একবার মেশিন পাল্টানো সত্ত্বেও দ্বিতীয় সেই খারাপ মেশিন৷’
বিজেপি প্রার্থী কেয়া ঘোষের অভিযোগ, আরও চার থেকে পাঁচটি জায়গায় মেশিন খারাপ হওয়ার খবর মিলেছে। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলে বলেন, ‘রাজ্য সরকারের পাঠানো প্রিসাইডিং অফিসাররা কি ন্যূনতম নিয়মটা কি জানেন না? বালিগঞ্জে আমাদের পোলিং এজেন্টকে ইচ্ছাকৃত প্রায় ৪৫ মিনিট বসতে দেওয়া হয়নি৷’