1/4বেতনে মহার্ঘ ভাতা (ডিএ) ছাড়াও আরও বেশ কয়েকটি ভাতা দেওয়া হয় কর্মচারীদের। তার মধ্যে একটি হল যাতায়াত ভাতা বা ট্রানসপোর্ট অ্যালাওয়েন্স। সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য ভাতা দেওয়া হয়। মহার্ঘ ভাতার মতো এই ভাতাটিও ক্রমাগত সংশোধিত হয়। ডিএ বৃদ্ধির প্রভাব টিএতেও প্রভাব ফেলবে। সম্প্রতি মহার্ঘ ভাতা ৩% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে টিএ-ও বৃদ্ধি পাবে কর্মচারীদের। (ছবিটি প্রতীকী)
![বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা তিনটি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে। টিএ গণনার সূত্র হল: মোট পরিবহণ ভাতা = TA + [(TA x DA% )/100] (ছবিটি প্রতীকী) বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা তিনটি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে। টিএ গণনার সূত্র হল: মোট পরিবহণ ভাতা = TA + [(TA x DA% )/100] (ছবিটি প্রতীকী)](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/08/600x338/money_new_new_1648958967021_1649385933966.jpg)

