ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ড মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, সোমবার তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্তের আবেদন করেন হাইকোর্টে। সেই আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশ দেওয়ার পর রাজ্য–রাজনীতিতে আরও শোরগোল পড়ে গিয়েছে।
কেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল? কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ নির্দেশ দিয়ে বলেন, ‘অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই এই ঘটনার তদন্ত করবে সিবিআই। আর এই তদন্ত ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে।’ সুতরাং সিবিআইকেও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।
এদিকে রামপুরহাট গণহত্যা নিয়ে তদন্ত করছে সিবিআই। কয়লা কাণ্ড থেকে শুরু করে গরু–পাচার ঘটনারও তদন্ত করছে সিবিআই। এবার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ গেল সিবিআইয়ের হাতে। আর এই তদন্তে ৪৫ দিনের বেশি সময় লাগলে তা পরে বিবেচনা করা হবে বলে জানিয়ে দেয় আদালত।
অন্যদিকে আইসির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আর এই খুনের তদন্তে পুলিশ চেষ্টা করলেও খামতি রয়েছে বলে মনে করছে আদালত। এই খুনের ঘটনার তদন্ত করছিল সিট। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, তদন্ত এখনও শেষ হয়নি তার আগেই পুলিশ সুপার আইসি–কে ক্লিনচিট দিয়েছেন। ফলে সিবিআই তদন্ত এক্ষেত্রে জরুরি। উল্লেখ্য, ১৩ মার্চ খুন হন তপন কান্দু। তারপর কংগ্রেস কাউন্সিলারের ভাইপো দীপক কান্দু এবং দাদা নরেন কান্দুকে গ্রেফতার করে পুলিশ।