HDFC FD Interest Rates: আমানতকারীদের জন্য বড় ঘোষণা HDFC ব্যাঙ্কের, ফিক্সড ডিপোজিটে বদলাচ্ছে সুদের হার

1/5নন উইথড্রওয়াল, দুটি ক্যাটাগরির জন্য টার্ম ডিপোজিটে (ডোমেস্টিক/এনআরই/এনআরও) সুদের হার বদল করল এইচডিএফসি ব্যাঙ্ক। নয়া সুদের হার প্রযোজ্য হবে ২০২২ সালের ২৮ মার্চ থেকে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

নন উইথড্রওয়াল টার্ম ডিপোজিট এমন আমানত যেখানে মেয়াদ পূর্ণ হওয়ার আগে আমানতকারী তাঁর টাকা তুলতে পারবেন না বা অ্যাতাউন্ট বন্ধ করতে পারবেন না। আমানতকারীর মৃত্যু হলে সেক্ষেত্রে অবশ্য নমিনি মেয়াদের আগে টাকা তুললে সুদ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)
2/5নন উইথড্রওয়াল টার্ম ডিপোজিট এমন আমানত যেখানে মেয়াদ পূর্ণ হওয়ার আগে আমানতকারী তাঁর টাকা তুলতে পারবেন না বা অ্যাতাউন্ট বন্ধ করতে পারবেন না। আমানতকারীর মৃত্যু হলে সেক্ষেত্রে অবশ্য নমিনি মেয়াদের আগে টাকা তুললে সুদ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)
৩ থেকে ১০ বছর মেয়াদী নন উইথড্রওয়াল টার্ম ডিপোজিটে এইচডিএফসি ৪.৭ শতাংশ হারে সুদ দেবে। তবে এক্ষেত্রে আমানতের পরিমাণ ৫ থেকে ২০০ কোটি টাকা হতে হবে। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদী টার্ম ডিপোজিটের জন্য (৫ থেকে ২০০ কেটি টাকার) এইচডিএফসি ৪.৫৫ শতাংশ হারে সুদ দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5৩ থেকে ১০ বছর মেয়াদী নন উইথড্রওয়াল টার্ম ডিপোজিটে এইচডিএফসি ৪.৭ শতাংশ হারে সুদ দেবে। তবে এক্ষেত্রে আমানতের পরিমাণ ৫ থেকে ২০০ কোটি টাকা হতে হবে। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদী টার্ম ডিপোজিটের জন্য (৫ থেকে ২০০ কেটি টাকার) এইচডিএফসি ৪.৫৫ শতাংশ হারে সুদ দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
প্রি ম্যাচিউর উইথড্রওয়ালের ক্ষেত্রে (৫ থেকে ২০০ কেটি টাকার) ১ থেকে ২ বথরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে এইচডিএফসি ৪.০৫ শতাংশ থেকে ৪.২৫ শতাংশ হারে সুদ দেয়। ২ থেকে ৫ বছর মেয়াদী ডিপোজিটে এই সুদের হার ৪.৫ শতাংশ থেকে ৪.৬ শতাংশ। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_Print)
4/5প্রি ম্যাচিউর উইথড্রওয়ালের ক্ষেত্রে (৫ থেকে ২০০ কেটি টাকার) ১ থেকে ২ বথরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে এইচডিএফসি ৪.০৫ শতাংশ থেকে ৪.২৫ শতাংশ হারে সুদ দেয়। ২ থেকে ৫ বছর মেয়াদী ডিপোজিটে এই সুদের হার ৪.৫ শতাংশ থেকে ৪.৬ শতাংশ। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_Print)
এদিকে প্রি ম্যাচিউর উইথড্রয়েল ও নন উইথড্রয়েল, দুটি ক্যাটাগরির জন্য ৫ কোটি বা তার বেশি টাকার এফডি-র সুদের হার বদল করেছে ইন্দাসইন্দ ব্যাঙ্কও। ৬১ মাস থেকে ১০ বছর মেয়াদের ডিপোজিটের জন্য (১০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা) ৪.৯ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক। (REUTERS)
5/5এদিকে প্রি ম্যাচিউর উইথড্রয়েল ও নন উইথড্রয়েল, দুটি ক্যাটাগরির জন্য ৫ কোটি বা তার বেশি টাকার এফডি-র সুদের হার বদল করেছে ইন্দাসইন্দ ব্যাঙ্কও। ৬১ মাস থেকে ১০ বছর মেয়াদের ডিপোজিটের জন্য (১০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা) ৪.৯ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক। (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.