দোলের পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। শীঘ্রই তাঁদের মহার্ঘ ভাতা (ডিএ) তিন শতাংশ বাড়ানো হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। সেইমতো যদি তিন শতাংশ বাড়ানো হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৪ শতাংশ। (ছবিটি প্রতীকী)