দোলের দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় চলল গুলি। ঘটনার জেরে এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের দাবি, মোটরসাইকেল থেকে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দোলের দুপুরে হঠাৎই বিকট আওয়াজ পান তাঁরা। জানলা থেকে বাইরে তাকিয়ে দেখেন, এক ব্যক্তিকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি চালাচ্ছে এক দুষ্কৃতী। সে একের পর এক গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এর পর থানায় ফোন করেন এলাকাবাসীরা। গুলিতে ১ ব্যক্তিকে SSKM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতের নাম দিলীপ সিং বলে দাবি স্থানীয়দের।ট্রেন্ডিং স্টোরিজ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, মদ্যপান করে এক মহিলাকে রং মাখানো নিয়ে বিবাদের সূত্রপাত। তা থেকেই শুরু হয় হাতাহাতি। শেষে চলে গুলি। হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কয়েকজনের চোট গুরুতর হওয়ায় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।
দোলযাত্রা উপলক্ষে শুক্রবার কলকাতা শহরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। সমস্ত বড় রাস্তায় ছিল পুলিশি পাহারা। মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে ছিল বিশেষ ব্যবস্থা। হেলমেটহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধেও এদিন পদক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।