রক্তাক্ত মোহনবাগান, নির্বাচনের মনোনয়ন ঘিরে ঝামেলার ঘটনায় গ্রেফতার ৪

শনিবার মোহনবাগান ক্লাব কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা নিয়ে ধুন্ধুমার বেঁধেছিল। রক্তাক্ত হয়েছিল সবুজ-মেরুন তাঁবু। ফেটেছিল মাথা। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অবৈধ জমায়েতের মতো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মোহনবাগানে ক্লাব কমিটির নির্বাচনের জন্য শনিবার মনোনয়নপত্র জমা দেওযার শেষদিন ছিল। বিকেল পাঁচটা পর্যন্ত জমা দেওয়া যেত মনোনয়নপত্র। নির্বাচন কমিটির সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠকের মধ্যে ক্লাবের সামনে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যা হাতাহাতিতে গড়ায়। ইডেন গার্ডেন্সের উলটো দিকে ব্যাট-উইকেট নিয়ে মারপিট শুরু হয়। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মোহনবাগান ক্লাবের চত্বর। প্রাণ বাঁচাতে অনেকেই ক্লাবের মধ্যে ঢুকে পড়েন। সেই ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

ক্লাবের তরফে ফোন পেয়ে ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ময়দান থানার পুলিশ। চারজনকে গ্রেফতারও করা হয়েছে। সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অবৈধ জমায়েতের মতো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যে ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে আঙুল তুলেছে ক্লাব কর্তৃপক্ষ।

তারইমধ্যে মোহনবাগান ক্লাবের সেই ধুন্ধুমার ঘটনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, আইনজীবী থেকে শুরু করে চিকিৎসকদের সংগঠনের নির্বাচন – সর্বত্রই মারপিট হচ্ছে। ক্লাবগুলিও রাজনীতির আখড়া হয়ে উঠেছে। মোহনবাগানের মতো শতাব্দীপ্রাচীন ক্লাবেও যে এরকম ঘটনা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.