নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না ওঁরা। যে মানুষটা তাঁদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলেন, তিনি আর নেই। সুষমা স্বরাজের আচমকা প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন হায়দরাবাদের জাইনাব বি এবং আমিনা বেগম।
সৌদি আরবে দিনের পর দিন অসহনীয় অত্যাচার সহ্য করেছেন এই দুই মহিলা। জাইনাব জানিয়েছেন, “সুষমাজির মৃত্যুর খবর পাওয়ার পর সারারাত দু’চোখের পাতা এক করতে পারিনি। মানুষটার মুখটা চোখের সামনে ভেসে উঠলেই কান্না পাচ্ছে।” জাইনাব আরও বলেছেন, “ওখানে মারাত্মক অত্যাচার সহ্য করতে হতো। তিন বাড়িতে পরিচারিকার কাজ করতাম। বদলে খাওয়াটাও জুটতো না। এমনকী যতক্ষণ না ওদের মর্জি হচ্ছে তেষ্টা পেলে কেউ জলও দিতো না। টাকাপয়সাও সেরকম ছিল না হাতে। তাই ভারতে ফেরার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলাম। শুধুমাত্র সুষমাজির সাহায্যেই আবার নিজের মাটিতে ফিরতে পেরেছি।”
সৌদি আরবের দাম্মাম থেকে উদ্ধার হয়েছিলেন হায়দরাবাদের আমিনাও। তাঁর কথায়, “দেশে ফেরার জন্য সাহায্য চেয়ে আর্জি জানিয়েছিলাম সুষমাজির কাছে। ২০১৮ সালে আমাকে উদ্ধার করে ভারতে নিয়ে আসেন উনি। আমার মতো আরও অনেকেকই তিনি সাহায্য করেছিলেন। মানুষটা এ ভাবে অকালে চলে যাবেন এটা স্বপ্নেও ভাবিনি।”
মোদী সরকারের প্রথম জমানায় বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। দায়িত্ব কর্তব্যে কোনও ত্রুটি রাখেননি তিনি। বিদেশের মাটিতে বিপদে পড়া বহু ভারতীয়কেই সাহায্য করেছিলেন সুষমাজি। আম জনতা থেকে তারকা, তালিকায় ছিলেন অনেকেই। মঙ্গলবার তাঁর অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন সকলেই।