New Vaccine for Omicron: ওমিক্রন বা ডেল্টা— যে কোনও করোনার একটাই দাওয়াই, এমন টিকা তৈরি ভারতীয় বিজ্ঞানীদের

কোভিডের যে টিকা এত দিন ধরে দেওয়া হচ্ছে, তা ওমিক্রনের বিরুদ্ধে ভালোভাবে কাজ করেনি। এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। সেক্ষেত্রে প্রচলিত টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে, চালু টিকা করোনার ভবিষ্যতের রূপগুলিকেও হয়তো ঠিক করে সামলাতে পারবে না। তাই অনেকেরই মত, ভবিষ্যতে নতুন টিকা দরকার।

এমতাবস্থায় এমন একটি টিকা তৈরি করে ফেলার দাবি করলেন ভারতীয় বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, এই টিকা করোনার পুরনো রূপগুলি তো বটেই, এর পরে মিউটেশনের ফলে তৈরি হওয়া অন্য রূপগুলিকেও প্রতিহত করতে পারবে। ট্রেন্ডিং স্টোরিজ

সম্প্রতি আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় এবং ভুবনেশ্বরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER)-এর কয়েক জন গবেষক তৈরি করেছেন Peptide Vaccine। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দিকে এগোচ্ছে এই টিকাটি।

গবেষক দলে রয়েছেন মূলত ৫জন। অভিজ্ঞান চৌধুরী এবং সুপ্রভাত মুখোপাধ্যায় এখন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের পার্থসারথি সেনগুপ্ত, সরোজকুমার পণ্ডা, মলয়কুমার রানা। তাঁরা জানিয়েছেন, তাঁদের এই টিকাটি বেশ সাফল্যের সঙ্গে কোভিডের যে কোনও রূপ আটকে দিতে পারছে। 

অভিজ্ঞান চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন ভ্যাকসিন আর নেই। একটি মাত্র ভ্যাকসিনই এক্ষেত্রে করোনার সব ক’টি রূপকে আটকে দিতে পারবে। তাঁর কথায়, ইতিমধ্যেই বেশ কয়েক জনের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, করোনার যে কোনও তীব্রতা এই টিকাটি প্রতিহত করতে পারছে। 

আগামী দিনে করোনাভাইরাসকে আটকাতে এই টিকাটি অত্যন্ত কাজের হয়ে দাঁড়াবে বলে মত এই দুই নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকদের। তাঁদের মতে, এই টিকা ভবিষ্যতে করোনা চিকিৎসার পদ্ধতি বদলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.