শহর কলকাতার এখন বহু জায়গায় ট্রাম আর চলে না। অথচ কলকাতার মানুষের কাছে নস্টালজিক এই ট্রাম। দু’একটা জায়গায় তা দেখা যায় বটে। তবে উত্তর থেকে দক্ষিণ ট্রামের সেই ঘন্টা আর শোনা যায় না। নানা কারণে আজ ট্রাম তার পথ হারিয়ে শুধুই স্মৃতি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার পরিকল্পনা করছে এই ট্রাম রুটেই যদি চালানো যায় আধুনিক ট্রলি বাস।
কী এই ট্রলি বাস? জানা গিয়েছে, মেলবোর্ন, সানফ্রান্সিসকো—এই সব দেশে দেখা যায় ঝাঁ চকচকে বাসের৷ আসলে এটি ট্রামের অত্যাধুনিক সংষ্করণ। এই ট্রলি বাসও ট্রামের মতোই একই কায়দায় চলে। এখানেও থাকে বিদ্যুৎ সংযোগ। সরাসরি ওভারহেড থেকে বিদ্যুৎ নিয়ে লাইন ধরে চলে। তবে ট্রলি বাস ট্রাম লাইন ছাড়াও যাতায়াত করতে পারে৷ট্রেন্ডিং স্টোরিজ
এই ট্রলি বাসে বাড়তি সুবিধা হল এটি তুলনামূলক জোরে চলে। এই ট্রলি বাস ইলেকট্রিক ছাড়াও ব্যাটারি দিয়ে চলে। আর এটি যখন বিদ্যুতের সাহায্যচলবে তখন ব্যাটারি চার্জ হয়ে যাবে। তারপর সেটি ব্যাটারিতে চলবে। এখানে জায়গা একটু বেশি। সঙ্গে ডিজিটাল মাধ্যমে এগিয়ে। থাকে ওয়াইফাই। এছাড়া যানজট তৈরি হয় না।
সূত্রের খবর, তিলোত্তমার যেসব জায়গায় ট্রাম নেটওয়ার্ক আছ অথচ চলে না সেখানেই এই উদ্যোগ নেওয়া হতে পারে। চলতে পারে ট্রলি বাস। এই নিয়ে সমীক্ষা চালাচ্ছে একটি সংস্থা সঙ্গে আছে রাজ্য পরিবহণ দফতর। এই সংস্থার প্রতিনিধি বিনয় দাজু বলেন, ‘শহরের একাধিক জায়গায় ট্রাম লাইন এখনও আছে। যা ব্যবহার করা সম্ভব। এমনকী পরিকাঠামো প্রস্তুত আছে৷ শুধু প্রয়োজন ট্রলি বাস সেট।’