দিল্লির রাস্তায় যৌন হেনস্থার শিকার যুবতীকে মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে ঘোরানোর ঘটনা সামনে আসতেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। ঘটনার ভিডিয়ো টুইট করে সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও কোনও অভিযোগ ছিল কি না, তাও জানতে চেয়েছে মহিলা কমিশন। স্বাতীর দাবি, অভিযুক্ত সব পুরুষ ও মহিলাকে গ্রেফতার করা উচিত এবং নিগৃহীতা ও তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়া উচিত। এরপরই পুলিশ এই ঘটনায় তত্পর হয়ে ওঠে। ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত।
মহিলা কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই যুবতীকে তিনজন দেশি মদ ও মাদকের বিক্রেতা গণধর্ষণ করে৷ সেই সময় মেয়েটিকে ধর্ষণের জন্য উৎসাহ দিতে থাকেন উপস্থিত কয়েকজন মহিলা৷ এরপর নিগৃহীতাকে নৃশংস ভাবে মারধর করে, তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালো কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরানো হয়৷ট্রেন্ডিং স্টোরিজ
প্রতিবেশী এক যুবক ধর্ষিতাকে ‘স্টক’ করত বলে জানা গিয়েছে৷ গত নভেম্বর মাসে সেই যুবক আত্মঘাতী হওয়ায় তার জন্য নিগৃহীতাকেই দায়ী করেছে ছেলেটির পরিবার৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ধর্ষণ ও নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই যুবকের আত্মহত্যার পর থেকে বিগত প্রায় দেড় মাস ধরে লুকিয়েছিল সেই ২১ বছর বয়সী যুবতী। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার কাউন্সেলিং করা হচ্ছে৷ এই ঘটনায় জড়িত নয় জন মহিলা সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে৷ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য চলছে তল্লাশি৷ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷