প্রাচীন গণতান্ত্রিক রাজ্যের মতো উজ্জ্বল হতে হবে ভারতের গণতন্ত্রকে। সেই প্রসঙ্গেই বৈশালি আর লিচ্ছবির কথা তুলে আনলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবৎ। আগরতলার খয়েরপুরের আরএসএস আশ্রমের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারতের প্রাচীন গণরাজ্যের বাসিন্দাদের জীবন ও আদর্শের মধ্যেই প্রতিফলিত হত প্রকৃত গণতান্ত্রিক ভাবনা।বৈশালি, লিচ্ছবির মতো প্রাচীন গণরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার মতো উজ্জ্বল হতে হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে। সঙ্ঘ পরিবার এই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে বদ্ধপরিকর। আর সেটা হবে প্রাচীন গণরাজ্যের আদর্শ মেনে।ট্রেন্ডিং স্টোরিজ
প্রাচীন গণতান্ত্রিক রাজ্যের মতো উজ্জ্বল হতে হবে ভারতের গণতন্ত্রকে। সেই প্রসঙ্গেই বৈশালি আর লিচ্ছবির কথা তুলে আনলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবৎ। আগরতলার খয়েরপুরের আরএসএস আশ্রমের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারতের প্রাচীন গণরাজ্যের বাসিন্দাদের জীবন ও আদর্শের মধ্যেই প্রতিফলিত হত প্রকৃত গণতান্ত্রিক ভাবনা।বৈশালি, লিচ্ছবির মতো প্রাচীন গণরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার মতো উজ্জ্বল হতে হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে। সঙ্ঘ পরিবার এই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে বদ্ধপরিকর। আর সেটা হবে প্রাচীন গণরাজ্যের আদর্শ মেনে।
প্রসঙ্গত বৈশালি লিচ্ছবির রাজধানী ছিল। প্রাচীন ভারতের একটি জনপদ। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে লিচ্ছবি ছিল মহাজনপদের অন্তর্গত অন্যতম প্রাচীন প্রজাতন্ত্র। বর্তমানে বিহার রাজ্যের মধ্যে সেই সময়কার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে।
এদিকে গত সোমবার থেকেই ত্রিপুরার ওই আশ্রমে রয়েছেন মোহন ভাগবৎ। মূলত সংগঠনের নানা দিক পর্যালোচনার জন্য়ই তিনি এসেছেন। জাতীয় পতাকাও এদিন উত্তোলন করেন তিনি। পতাকার ত্রিবর্ণের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই যে গেরুয়া রঙ তা সাহস, ত্যাগের প্রতীক। প্রাচীন ভারতীয় রাজা ও স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এটা দেখা যেত। সবুজ রঙ অগ্রগতির প্রতীক। পতাকার মাঝে থাকা ধর্মচক্র ভারতবাসী জীবনচর্চা, সাংস্কৃতিক ও সামাজিক দিকটি তুলে ধরে।সম্পর্কিত খবর